স্ফুলিঙ্গ
স্নেহা সরকার
অনেকটা বিপত্তি পেড়িয়ে একটা চারাগাছ মাটি ফুরে সবে বেড়ল , কেউ যত্ন করে টবে সাজায়নি,বা উচ্চফলনশীলতার আশায় সার দেয় নি গাছে তবুও সে সবার আপত্তি থাকা সত্ত্বেও ফুটে উঠেছে। ঠিক তোমার মতোন, যেমন করে প্রতি মুহূর্তে তোমাকে ভেঙে পড়তে হয়, কখনো তোমার কদাকার চেহারার কাছে বা, অর্থ গতির হীনমন্যতায়। তবুও কখনো, বন্ধু বা পরিবার শুধু বেঁচে থাকার সান্তনা দিচ্ছে বা প্রধান প্রামাণ্যে কিছু সংকীর্ণ মনের দয়া।। সকাল বিকেল সমাজ তোমার নিরহতার ওপর পাথর চাপিয়ে চলেছে তুমি মেনে নিচ্ছ তবুও,,,। তোমার মনের প্রতিবাদ থাকলেও মুখে একটা শ্লদ অবুর্দ আছে,, হয়তো সেখানেই প্রতিবাদের বারুদ টা জলে ডুবে ড্যাম ধরে গেছে।। বার বার তোমার না পারা গুলো দুর্বলতার মতো অসামান্য বা সামান্য কে ছাড়িয়ে হয়েছে নিকৃষ্ট,, ঠিক ওই গাছ টার মতো।।।
তবুও,
তুমি বেঁচে ওঠো মাটি ফুরে আবার জন্ম নাও, যেভাবে সবার অমতেও গাছ টা উঠে দাঁড়িয়েছে নিজের জন্য।। এতো দিনে গাছটাতে অনেক ফুল হয়েছে,, শক্ত কিছু ডাল পালাও।। আর যারা তোমাকে একদিন নিচু করে তুলতো তারা এখন গাছ টার নিচে বসে থাকে ছায়া পেতে।।।
স্নেহা সরকার
অনেকটা বিপত্তি পেড়িয়ে একটা চারাগাছ মাটি ফুরে সবে বেড়ল , কেউ যত্ন করে টবে সাজায়নি,বা উচ্চফলনশীলতার আশায় সার দেয় নি গাছে তবুও সে সবার আপত্তি থাকা সত্ত্বেও ফুটে উঠেছে। ঠিক তোমার মতোন, যেমন করে প্রতি মুহূর্তে তোমাকে ভেঙে পড়তে হয়, কখনো তোমার কদাকার চেহারার কাছে বা, অর্থ গতির হীনমন্যতায়। তবুও কখনো, বন্ধু বা পরিবার শুধু বেঁচে থাকার সান্তনা দিচ্ছে বা প্রধান প্রামাণ্যে কিছু সংকীর্ণ মনের দয়া।। সকাল বিকেল সমাজ তোমার নিরহতার ওপর পাথর চাপিয়ে চলেছে তুমি মেনে নিচ্ছ তবুও,,,। তোমার মনের প্রতিবাদ থাকলেও মুখে একটা শ্লদ অবুর্দ আছে,, হয়তো সেখানেই প্রতিবাদের বারুদ টা জলে ডুবে ড্যাম ধরে গেছে।। বার বার তোমার না পারা গুলো দুর্বলতার মতো অসামান্য বা সামান্য কে ছাড়িয়ে হয়েছে নিকৃষ্ট,, ঠিক ওই গাছ টার মতো।।।
তবুও,
তুমি বেঁচে ওঠো মাটি ফুরে আবার জন্ম নাও, যেভাবে সবার অমতেও গাছ টা উঠে দাঁড়িয়েছে নিজের জন্য।। এতো দিনে গাছটাতে অনেক ফুল হয়েছে,, শক্ত কিছু ডাল পালাও।। আর যারা তোমাকে একদিন নিচু করে তুলতো তারা এখন গাছ টার নিচে বসে থাকে ছায়া পেতে।।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন