"জলফড়িং" এর জানুয়ারী ইভেন্ট
♦{ রহস্যময়তায় জানুয়ারী }♦
নমস্কার আমরা তৈরী আবার একটা নতুন কিছুর জন্য। জানুয়ারীতেই প্রকাশ পাবে নতুন সংখ্যা, এবারে সংখ্যায় থাকছে বিষয়:- ১.)কবিতা, ২.)অনুকবিতা,৩.)গল্প(রহস্যময় হতে হবে), ৪.)অনুগল্প।
এবারের কবিতায় আপনি ও আপনার বন্ধু মিলে লিখতে পারেন অর্থাৎ একজনের একটি লেখার ওপর অন্যজন উত্তর দেবে,এটার জন্য আপনি নিজেও অন্যজন সাজতে পারেন( কবিতার কোনো বিষয় নেয়)।
এবারে কবিতা থাকবে ১০ টা, অনুকবিতা ১৫ টা,গল্প ১০টা, অনুগল্প ১০ টা। বলাবাহুল্য গল্প রহস্যময় না হলে স্থান পাবে না, কারণ এই শীতে একটু ভুতুরে আর রহস্যটা চায় যেন গল্প পড়ার পর লেপ ছেড়ে বাইরে যেতে ভয় করে!!
অনুগল্পের ক্ষেত্রে শেষে যেনো পাঠক অতৃপ্তি ভোগ করে। আর অতৃপ্তি থাকলেই অগ্রাধিকার পাবে।
আমার প্রতি ক্ষেএে তিনজন সেরা নিবো।
লেখা মেলবডিতে টাইপ করে দেবেন, লেখা শুধুমাত্র ইমেলেয় নেওয়া হবে, ডোকোমেন্ট ফাইল বা পি. ডি. এফ না করে টাইপ করলেই ভালো হয় ( তবে গৃহিত হবেনা এটা বলা হচ্ছে না বলার বিষয় এটায় খুব বড়ো যেন না হয়)।
তবে গল্প ছারা অন্যকিছুর পি.ডিএফ/ ডোকোমেন্ট নেওয়া হবে না।
মেলবডির সাবজেক্ট এ সাবজেক্ট উল্লেখ করতে ভুলবেন না আর লেখার সাথে নিজস্বী আর আপনার ঠিকানা দেবেন।
আমাদের ইমেল sudiptasenbad@gmail.com (এই ইমেলে মেল বডিতে টাইপ করে লেখা দেবেন শুধু )
Doc.বা p.d.f দিতে হলে নীচের ইমেলে দেবেন
williamsajidsultan@gmail.com
সময় - ১০ জানুয়ারী পর্যন্ত
।শেষে বলি সবাই ভালো থাকুন, কলম চলুক।
কোনো কাঁটাতার না মেনেই জলফড়িং
ইতি
সুদীপ্ত সেন ( সম্পাদক)
ধন্যবাদ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন