২.)
|| ______প্রেমের জলে||
----সুনন্দ মন্ডল
সকাল বেলা চায়ের কাপ
চুমুকখানি মিষ্টি ভারি।
আমার চোখ তোর বাড়িতে
বিঁধল গিয়ে দোতলা ছাদে।
তোর চুলেতে ঝরছে ফোঁটা
জলবিন্দু কানের পাশে!
আমার মন উতলা হলে
তোর মুখেতে শান্তি নামে।
মায়ের কথা সকাল চানে
পবিত্রতা হৃদয় ঘরে।
সখি তোর ঐ মায়াবী পনা
নিলাম করে আমার দেহে।
এলো চুলের বিন্যস্ততা
গালের পাতা চিকন লাল
রোদের ছটা পড়লে মুখে
ঠোঁট পর্দা কাঁপল থরে।
তোর হাসিতে মনটা ফাঁসে
হাঁস সাঁতারু প্রেমের জলে।
--- -- ---
(কাঠিয়া,বীরভূম)
@উত্তরে:-
|______আভাস||
-----সায়ন্তনী হোর
বন্য দেওয়ালের মধ্যেই
কিছু ছেঁড়া প্রেমিকের গল্প
তবুও প্রেম ফিরে আসে
বারবার জলফড়িং এর ডানায়
অস্থিরতার মাত্রা বেড়ে চলে
বিরহের টানে
গোলাপের গন্ধে পূর্ণ হোক
প্রেমিকার চুলের শোভা
নিস্তেজ জলে এক চিমটে
অভিমান মেশানো
প্রেমিকার ডাইরির পাতাদের
শুধু বেহিসাবী কাব্যরা গিলে খায় ।।
------------
(কল্যাণী,নদীয়া)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন