ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

৪.)

||______ মৎস্যকন্যা ||
                   ----অমিত পাত্র

আমি বেলাভূমিতে বাসা বেঁধেছি...
কোথায় তুমি মৎস্যকন্যা?
কোনো এক জ্যোৎস্নাপ্লাবিত পূর্ণিমা নিশিতে
যখন ভরা কোটালের তীব্র উন্মত্ততা
বিদ্রোহ করেছিল প্রস্তরময় তটভাগে,
প্রবল জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিলাম আমি...
তখনই হয়েছিল তোমার-আমার প্রথম সাক্ষাৎ ;
দেখেছিলাম চাঁদের আলো মাখা চিক্কণ গোলাপী রূপ৷
হারাতে চেয়েছিলাম আমি তোমার সাথেই,
কোনো চোরাবালির আবর্তে৷
নিলে না সাথে, চলে গেলে তুমি;
রেখে গেলে ফিরে আসার প্রতিশ্রুতি৷

দিগন্তের অস্পষ্ট সীমারেখার প্রভাতি সূর্যোদয়ে
গোলাপী আভাময় ফেনাহীন সাগরসলিলে
তোমাকে খুঁজে চলি.....
পড়ন্ত বিকেলে ভাঁটার সমুদ্রশোষণে
যখন নগ্ন বালুকাভূমি__
অন্ধকারকে স্বাগত জানায় রক্তিম মেঘ,
আমি থাকি তোমার প্রতীক্ষায়৷

উদাসী সমুদ্র আজও ঢেউ তোলে,
আজও আসে জোয়ার...
ঝাউবনের সান্ধ্য হাওয়ায় আজও
শিরশিরিয়ে ওঠে মন...
শুধু তুমিই আসো না,
মৎস্যকন্যা! তুমিই শুধু আসো না৷৷
           ----    ---------   ----
@বিষ্ণুপুর,বাঁকুড়া@

(উত্তরে)

||______সমুদ্র গর্ভ||
                   ----  সুনন্দ মন্ডল
                     ‎
বেলাভূমিতে সুনামির আশঙ্কা,
মুখ ফিরিয়ে যে মৎসকন্যা
ডুব দিয়েছে অতলে!
সামুদ্রিক প্ল্যাঙ্কটন খেয়ে দিন অতিবাহিত করার সংকল্প নিয়েছে সে।

তুমিও ফিরে যাও ঘরে,
যেখানে এখনো সন্ধ্যা নামে গো-ধূলির পায়ে।
যেখানে শান্ত কুটিরে প্রদীপ জ্বালিয়ে মা
বসে আছে আর,
সুখের গল্প ভাগাভাগি করে স্বামীর সাথে।

উদাসী সমুদ্রে ঢেউয়ের প্রহর গোনা
প্রভাতী সূর্যোদয়ে।
জোয়ারের তালে তাঁর ভেসে আসার কথা ছিল
আসেনি!
তুমিও চলে যাও দেউদারু বন পেরিয়ে।

সব প্রতিশ্রুতি ভেঙে দিয়ে মৎসকন্যা
চলে যেতে পারে!
তুমি এখনো তাঁরই প্রতীক্ষায়!

নাকি তোমার হৃদয়েও সুনামি?
সমুদ্র গর্ভে ভেসে যেতে চাও!
              -----------
@কাঠিয়া,বীরভূম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন