ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮



|| প্রতিশ্রুতির লাশ ||
      
               ~অনিন্দিতা ভট্টাচার্য

বিয়ে নাকি প্রতিশ্রুতির লাশ? খুনি আমি। খুন করেছি কিংবা  চিতায় দহন-
স্বপ্নেই হোক বা বাস্তবে মরা স্বপ্ন গুলোর চিতায় তুলেছি নতুন স্বপ্নের লাশ।
যে বৃদ্ধা স্বপ্ন দেখেছিল বাস্তবে তার মেয়ের বিয়ের সে স্বপ্ন পেয়েছে খুনের অনুরণন
দৃঢ় যে বিশ্বাস 'ফিরবেই'-আমি হেটেছি সে লাশ দিয়ে ফেলেছি দীর্ঘশ্বাস

ঘুম ভাঙল বোধ হয়। লাশের ওপর লাশ জমেছে মা-মেয়ের স্বপ্নের
পিশাচ আমি। বোধ হয় স্বপ্নতেই বদলা নিলাম জানি না কোন জন্মের....


প্রিয় কবি- রবীন্দ্রনাথ ঠাকুর,সমরেশ বসু,সমরেশ মজুমদার,তসলিমা নাসরিন,জয় গোস্বামী
কবিতা-'প্রাক্তন','প্রেম'
                            **------------------------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন