১৯.১.২০১৮
{নমস্কার}
আজ এক অন্যরকম ভাবনা নিয়ে জলফড়িং হাজির হয়েছে।আমরা নিশ্চিত এর আগে এমন কাজ কোনো ব্লগ করেনি।
জলফড়িং, সেটা এমন কী রে ভাই?
তবে শুনুন আমরা দেবো ভাবনা কবিকে ভাবতে হবে না,কবি দেবেন শুধু কাব্যরূপ আর কবিতার নামও কবিই দেবেন।
তবে বলে রাখি আজ কোনো গল্প,অনুগল্প,অনুকবিতা থাকছে না। শুধু কবিতার জন্য কলম ধরুন।
কেমন হয়েছে? জানাবেন কিন্তু --
লেখার সাথে কবিতার নাম,কবির নাম আর নিজস্বী কিন্তু বাঞ্চনীয় আর বানান ভুল কাম্য নই,কোনো প্রকার টাইপিং সমস্যা কাম্য নই।
তবে আজ কোনো বারন না মেনে তিনটে বেস্ট চোয়েস হবেই।
যদি সেরা না হতো তাহলে প্রতিযোগীতা হতো না। আর আমার সকলেই কমবেশি ভালো লেখি কিন্তু কেউই প্রতিষ্ঠিত কলম নই তাই বেস্ট চোয়েসে কারোরই কোনো সমস্যা থাকা উচিত নয়। তবে এ বিষয়ে আপনারাই মতামত দিলে ভালো হয়। তবে আবারও বলছি বেস্ট চোয়েস অসামান্য হাতই করবে( নিষেধ আছে)।
সকল লেখক লেখিকাদের আহবান লেখা দেওয়ার জন্যে।
'ভাবনা দিলাম লেখক লেখিকারা দিন তার ডানা আর ভাবনারা উড়ে যাক ডানা মেলে সাহিত্যের আকাশে'
[ ভাবনা গুলি ]
(দুটো-র মধ্যে একটা ভাবনার কাব্যরূপ দিন)
১.) আপনি গ্রামে গেছেন, চারিদিক সবুজ শান্ত, শীতল পরিবেশ, গরুর গাড়ী যাচ্ছে ধান বোঝাই করে,আপনার পাশ থেকে মিড্- ডে- মিলের থালা বাজাতে বাজাতে কিছু স্কুল ছুটির একদল বালক বালিকা অন্যদিকে কয়েকজন ছেলে লাঠি হাতে টায়ার চালিয়ে যেতে যেতে তাদের দেখে থামলো আর তাদের মুখ ওই স্কুল ছুটির একদল বালক বালিকার আনন্দ-উচ্ছাসের কাছে বিবর্ণ হলো।
২.) আপনি আর আপনার বন্ধু মিলে কোথাও বেরাতে গেছেন, বেশ আনন্দে কাটছে আপনাদের, আপনারা আপনার এক পরিচিতর বাড়ীতে উঠেছেন,বাড়ীটা অনেক পুরোনো।এক অন্ধ্যকার রাতে আপনার ঠিক ওপরের ঘরে কথাবার্তা চলছে।আপনি জানতেন এ বাড়ীতে আপনি আর আপনার বন্ধু আর আপনার পরিচিতর পরিবার ছারা কেও থাকেনা। কাল সকাল হতেই ওপরে গেলেন আর দেখলেন এক বৃদ্ধা ও তার একমাত্র মেয়ে ওপরে থাকে। বৃদ্ধার বয়স প্রায় ৭০ বছর পরে জানলেন উনি অন্ধ বৃদ্ধা,মেয়েটি অপরূপ সুন্দরি। বৃদ্ধার সাথে কথা বলে জানলেন কেও একজন অনেকদিন আগে তার মেয়েকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়িছিলো কিন্তু সে আর ফিরেনি আর তাই বৃদ্ধা মরতে পাচ্ছেনা। এহেন অবস্থায় আপনি তাকে বললেন আপনি আজ এসছেন আর এবার তার মেয়েকে বিয়ে করবেন,বৃদ্ধার হাসি তখন কে দেখে, মেয়েটি চুপ তখনও।তারপর কিছু দিন থাকলেন আলাপ হলো আপনাদের, রাজি হলেন দুজনেই কিন্তু আপনিও একদিন মেয়েটিকে জানালেন আপনি এবার চলে যাবেন কিছু কাজ বাকি আছে আর ফিরে তাকে বিয়ে করবেন কিন্তু বৃদ্ধাকে কিছু বলতে পারেননি। তারপর একদিন আপনিও ভুলে গেলেন আর পরে মনে পরলে বুঝতে পারলেন না ওটা স্বপ্ন নাকি বাস্তব ছিলো।
{ কবিতার নাম আর কাব্যরূপের ওপর বিচার করে বেস্ট চোয়েস হবে। যারা যারা ভাবনায় ডানা দিতে চান এগিয়ে আসুন}
👍{লেখা পাঠান এই ইমেলে williamsajidsultan@gmail.com}
👺নিয়ম :- ১.) কবিতার নাম থাকতে হবে
২.) কবির নাম থাকতে হবে
৩.) Doc/pdf লেখা গ্রহণ যোগ্য নই শুধু
টাইপে লেখা দিন
৪.) নিজস্বী আর আপনার প্রিয় কবি, বই, কবিতা/ গল্প আর আপনার ভালো লাগা লিখে দিন কবিতার নীচে (ছোটো করে)।
♥ আমরা "বেস্ট কল্প কাব্যরূপ" সম্মানে সম্মানিত করবো তিনজন কবিকে ভিডিও-র মাধ্যমে ২০ তারিখ রাত ১০ টায়♥
লিঙ্ক দেবো রাত ৯ টায় ২০ তারিখ
♦কলম ধরুন অন্যকিছু ভাবার দরকার নেই কে বলতে পারে আপনার কাব্যরূপই হয়তো হলো জলফড়িং- র "বেস্ট কল্প কাব্যরূপ"♦
ধন্যবাদ
ডট.পেন
🙏
{নমস্কার}
আজ এক অন্যরকম ভাবনা নিয়ে জলফড়িং হাজির হয়েছে।আমরা নিশ্চিত এর আগে এমন কাজ কোনো ব্লগ করেনি।
জলফড়িং, সেটা এমন কী রে ভাই?
তবে শুনুন আমরা দেবো ভাবনা কবিকে ভাবতে হবে না,কবি দেবেন শুধু কাব্যরূপ আর কবিতার নামও কবিই দেবেন।
তবে বলে রাখি আজ কোনো গল্প,অনুগল্প,অনুকবিতা থাকছে না। শুধু কবিতার জন্য কলম ধরুন।
কেমন হয়েছে? জানাবেন কিন্তু --
লেখার সাথে কবিতার নাম,কবির নাম আর নিজস্বী কিন্তু বাঞ্চনীয় আর বানান ভুল কাম্য নই,কোনো প্রকার টাইপিং সমস্যা কাম্য নই।
তবে আজ কোনো বারন না মেনে তিনটে বেস্ট চোয়েস হবেই।
যদি সেরা না হতো তাহলে প্রতিযোগীতা হতো না। আর আমার সকলেই কমবেশি ভালো লেখি কিন্তু কেউই প্রতিষ্ঠিত কলম নই তাই বেস্ট চোয়েসে কারোরই কোনো সমস্যা থাকা উচিত নয়। তবে এ বিষয়ে আপনারাই মতামত দিলে ভালো হয়। তবে আবারও বলছি বেস্ট চোয়েস অসামান্য হাতই করবে( নিষেধ আছে)।
সকল লেখক লেখিকাদের আহবান লেখা দেওয়ার জন্যে।
'ভাবনা দিলাম লেখক লেখিকারা দিন তার ডানা আর ভাবনারা উড়ে যাক ডানা মেলে সাহিত্যের আকাশে'
[ ভাবনা গুলি ]
(দুটো-র মধ্যে একটা ভাবনার কাব্যরূপ দিন)
১.) আপনি গ্রামে গেছেন, চারিদিক সবুজ শান্ত, শীতল পরিবেশ, গরুর গাড়ী যাচ্ছে ধান বোঝাই করে,আপনার পাশ থেকে মিড্- ডে- মিলের থালা বাজাতে বাজাতে কিছু স্কুল ছুটির একদল বালক বালিকা অন্যদিকে কয়েকজন ছেলে লাঠি হাতে টায়ার চালিয়ে যেতে যেতে তাদের দেখে থামলো আর তাদের মুখ ওই স্কুল ছুটির একদল বালক বালিকার আনন্দ-উচ্ছাসের কাছে বিবর্ণ হলো।
২.) আপনি আর আপনার বন্ধু মিলে কোথাও বেরাতে গেছেন, বেশ আনন্দে কাটছে আপনাদের, আপনারা আপনার এক পরিচিতর বাড়ীতে উঠেছেন,বাড়ীটা অনেক পুরোনো।এক অন্ধ্যকার রাতে আপনার ঠিক ওপরের ঘরে কথাবার্তা চলছে।আপনি জানতেন এ বাড়ীতে আপনি আর আপনার বন্ধু আর আপনার পরিচিতর পরিবার ছারা কেও থাকেনা। কাল সকাল হতেই ওপরে গেলেন আর দেখলেন এক বৃদ্ধা ও তার একমাত্র মেয়ে ওপরে থাকে। বৃদ্ধার বয়স প্রায় ৭০ বছর পরে জানলেন উনি অন্ধ বৃদ্ধা,মেয়েটি অপরূপ সুন্দরি। বৃদ্ধার সাথে কথা বলে জানলেন কেও একজন অনেকদিন আগে তার মেয়েকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয়িছিলো কিন্তু সে আর ফিরেনি আর তাই বৃদ্ধা মরতে পাচ্ছেনা। এহেন অবস্থায় আপনি তাকে বললেন আপনি আজ এসছেন আর এবার তার মেয়েকে বিয়ে করবেন,বৃদ্ধার হাসি তখন কে দেখে, মেয়েটি চুপ তখনও।তারপর কিছু দিন থাকলেন আলাপ হলো আপনাদের, রাজি হলেন দুজনেই কিন্তু আপনিও একদিন মেয়েটিকে জানালেন আপনি এবার চলে যাবেন কিছু কাজ বাকি আছে আর ফিরে তাকে বিয়ে করবেন কিন্তু বৃদ্ধাকে কিছু বলতে পারেননি। তারপর একদিন আপনিও ভুলে গেলেন আর পরে মনে পরলে বুঝতে পারলেন না ওটা স্বপ্ন নাকি বাস্তব ছিলো।
{ কবিতার নাম আর কাব্যরূপের ওপর বিচার করে বেস্ট চোয়েস হবে। যারা যারা ভাবনায় ডানা দিতে চান এগিয়ে আসুন}
👍{লেখা পাঠান এই ইমেলে williamsajidsultan@gmail.com}
👺নিয়ম :- ১.) কবিতার নাম থাকতে হবে
২.) কবির নাম থাকতে হবে
৩.) Doc/pdf লেখা গ্রহণ যোগ্য নই শুধু
টাইপে লেখা দিন
৪.) নিজস্বী আর আপনার প্রিয় কবি, বই, কবিতা/ গল্প আর আপনার ভালো লাগা লিখে দিন কবিতার নীচে (ছোটো করে)।
♥ আমরা "বেস্ট কল্প কাব্যরূপ" সম্মানে সম্মানিত করবো তিনজন কবিকে ভিডিও-র মাধ্যমে ২০ তারিখ রাত ১০ টায়♥
লিঙ্ক দেবো রাত ৯ টায় ২০ তারিখ
♦কলম ধরুন অন্যকিছু ভাবার দরকার নেই কে বলতে পারে আপনার কাব্যরূপই হয়তো হলো জলফড়িং- র "বেস্ট কল্প কাব্যরূপ"♦
ধন্যবাদ
ডট.পেন
🙏
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন