১.)
||ঘুম তুমি||
---- মৌসুমী ভৌমিক
*******************
ঘুম তুমি বড্ড বেহিসেবি
হিসেব করে চলনা।
যখন তোমায় ডেকে মরি
করো শুধু ছলনা।
সময় হলে খুঁজে ফিরি
দেখা তো দাও না।
মনের মাঝে এসে পড়ে
বেকার সব ভাবনা ।
ভাবনাগুলো উড়ে উড়ে
খেলে বেড়ায় ঘুরে ঘুরে।
তুমিও বেশ মজার ছলে
মুচকি হাসো ফিরে ফিরে।
ধরতে গেলেই ভয় দেখাও
ওষুধের খোলসে লুকিয়ে।
বেজার মুখে বসে থাকি
তোমার দেখা না পেয়ে।
ঘুম, এবার তোমায় দেব ছুটি
রাখবো না আর ঘরে।
দেখি কে আসে আমায় মানাতে
জোড় করে চোখ ধরে।
শান্ত হয়ে থাকলে পরে
রাখবো মাথায় করে।
সময় করে আসো যদি
থাকবে হৃদয় জুড়ে।
{বাসস্থান - হেমতাবাদ, উত্তর দিনাজপুর।
কর্মসূত্রে গ্যাংটকে থাকে।
অবসর সময়ে কবিতা লেখার প্রচেষ্টায় নিয়োজিত।}
উত্তরে-
||ঘুম আমি||
কেয়া অধিকারী
****************
যখন আমি এসেছিলাম
নিয়েছিলে নির্বাসন,
তখন তোমার মনের উষ্ণতা-
তোমার সেলফোন।
তুমি দূর থেকে মুচকি হাসতে-
ভাবতে আমি অসহায়,
আজ তুমি কি বুঝতে পারছ?
আমি নই নিঃসহায়।
আপন থেকে দূর করেছ
তোমার অবহেলায়,
ভেবেছিলে তুমি ব্যঙ্গ করবে-
রাখবে হেলাফেলায়।
জিতেছি আমি,হেরেছো তুমি-
পরেছি জয়ের মালা,
অহংকারী তুমি ব্যর্থ হয়েছো-
এবার আমার অবহেলার পালা।।
{কেয়া অধিকারী।
শক্তি অধিকারী
গ্রাম-আড়াকুল
পোষ্ট-প্রতাপনগর
থানা-আরামবাগ
জেলা-হুগলী
পিন-712415]
||ঘুম তুমি||
---- মৌসুমী ভৌমিক
*******************
ঘুম তুমি বড্ড বেহিসেবি
হিসেব করে চলনা।
যখন তোমায় ডেকে মরি
করো শুধু ছলনা।
সময় হলে খুঁজে ফিরি
দেখা তো দাও না।
মনের মাঝে এসে পড়ে
বেকার সব ভাবনা ।
ভাবনাগুলো উড়ে উড়ে
খেলে বেড়ায় ঘুরে ঘুরে।
তুমিও বেশ মজার ছলে
মুচকি হাসো ফিরে ফিরে।
ধরতে গেলেই ভয় দেখাও
ওষুধের খোলসে লুকিয়ে।
বেজার মুখে বসে থাকি
তোমার দেখা না পেয়ে।
ঘুম, এবার তোমায় দেব ছুটি
রাখবো না আর ঘরে।
দেখি কে আসে আমায় মানাতে
জোড় করে চোখ ধরে।
শান্ত হয়ে থাকলে পরে
রাখবো মাথায় করে।
সময় করে আসো যদি
থাকবে হৃদয় জুড়ে।
{বাসস্থান - হেমতাবাদ, উত্তর দিনাজপুর।
কর্মসূত্রে গ্যাংটকে থাকে।
অবসর সময়ে কবিতা লেখার প্রচেষ্টায় নিয়োজিত।}
উত্তরে-
||ঘুম আমি||
কেয়া অধিকারী
****************
যখন আমি এসেছিলাম
নিয়েছিলে নির্বাসন,
তখন তোমার মনের উষ্ণতা-
তোমার সেলফোন।
তুমি দূর থেকে মুচকি হাসতে-
ভাবতে আমি অসহায়,
আজ তুমি কি বুঝতে পারছ?
আমি নই নিঃসহায়।
আপন থেকে দূর করেছ
তোমার অবহেলায়,
ভেবেছিলে তুমি ব্যঙ্গ করবে-
রাখবে হেলাফেলায়।
জিতেছি আমি,হেরেছো তুমি-
পরেছি জয়ের মালা,
অহংকারী তুমি ব্যর্থ হয়েছো-
এবার আমার অবহেলার পালা।।
{কেয়া অধিকারী।
শক্তি অধিকারী
গ্রাম-আড়াকুল
পোষ্ট-প্রতাপনগর
থানা-আরামবাগ
জেলা-হুগলী
পিন-712415]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন