-----দু'চোখ----
-------শ্যামাপদ মালাকার
ভেজা শ্রাবণে গাঙে হতাশার গতি নিয়ে
ভীড়ে যবে জাল পদ্মার কূলে,-
ডুকরে ওঠা নয়ন দেখেছি,- 'মায়ের'।
আকাশের গায়ে চোখ পেতে
করুণ আবেদন, "তারে" ভাবায়- -
কত বার যে ভাসে নিয়তির নীরে
তবু পুষেরাখে সবুজ তরুটি অপাঙ্গে।
কখন ধবলীর পিছে খরাঅন্তরে দাহ করে ফিরে বিচুলির প্রাঙ্গণে, চেয়ে রয়,-
অপুষ্টিভেজা খোকার পানে।
নিঃসাড় সেই দু'টি চোখ আমি দেখেছি,-
পল্লীমায়ের প্রশস্ত ললাট নীচে!।
**---------------------------**
-------শ্যামাপদ মালাকার
ভেজা শ্রাবণে গাঙে হতাশার গতি নিয়ে
ভীড়ে যবে জাল পদ্মার কূলে,-
ডুকরে ওঠা নয়ন দেখেছি,- 'মায়ের'।
আকাশের গায়ে চোখ পেতে
করুণ আবেদন, "তারে" ভাবায়- -
কত বার যে ভাসে নিয়তির নীরে
তবু পুষেরাখে সবুজ তরুটি অপাঙ্গে।
কখন ধবলীর পিছে খরাঅন্তরে দাহ করে ফিরে বিচুলির প্রাঙ্গণে, চেয়ে রয়,-
অপুষ্টিভেজা খোকার পানে।
নিঃসাড় সেই দু'টি চোখ আমি দেখেছি,-
পল্লীমায়ের প্রশস্ত ললাট নীচে!।
**---------------------------**
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন