ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

*জীর্ণ মানুষ*

ঘাসেদের শিরায়
তারা এঁকে দেয় গোধূলির চাঁদ।
রোদেরও ইচ্ছে করে পুনরায় ফিরে আসার,
আলোর সাতরঙ ছুঁড়ে দিয়ে, হতে চায় বেনামী চিত্রকর।
কালো আকাশ ঢেকে দেয় সূর্যের অহংকার ।
নিস্তেজ জোনাকি দল দাম চায় জ্যোৎস্না আলোর।
সূর্য ওঠার আশায়,
ফিরে আসে ভোর
তখন থেমে যায় সব..
পুনরাবৃত্তি ঘটে ভোরের আলোর।
রয়ে যায় কেবল মন ভাঙানোর ক্ষোভ..

রয়ে যায় জীর্ণ মানুষটার অবিরাম আর্তনাদ,
কতটা ক্ষুধার্ত সে জানে কি সমাজ,
জানেন নিশ্চুপ তারাদের দল?
সবাই একদৃষ্টে তাকিয়ে
কেবল জোনাকি সাথ দেয় পথ চলার....

  -------আরিয়ান প্রিয়স

নাম :- আরিয়ান প্রিয়স(প্রিয়স পাল)

ঠিকানা :- ৯৪ ডি ডি মন্ডল ঘাট রোড, দক্ষিনেশ্বর, কোলকাতা-৭৬

যোগাযোগ :- ৮০১৩৯২১৩০৯(whats app)

                    ৯৯০৩১০৬৫৭৮
               **-------------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন