ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

৬. সমর্পণ
        -----অন্তরা চ্যাটার্জী

প্রতি মুহূর্তের যুদ্ধে ক্ষতবিক্ষত ক্লান্ত দিন
নিজেকে সমর্পন করবে রাত্রির কাছে।
না বলা শব্দগুলো শুনবে বাতাসের গুনগুন।
যত ব্যর্থতার ব্যথা সইবে শান্ত পরিবেশ ! বিদেহী বিচিত্রারা ডানা মেলে উড়ে যাবে বহুদূর।


আর হয়তো তখনই অভিমানের প্লাস্টিকে মোড়া, মনখারাপি গন্ধমাখা হৃদয়টা দেখবে— নতুন করে বাঁচার স্বপ্ন।
             **------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন