১১.)
বৃদ্ধাশ্রম
।।।।।।।।
শ্যামাপদ মালাকার
তবু- - তারানেভা ঘোলাটে অপাঙ্গে চেয়ে রয় গবাক্ষ
দিনের শেষ রোদ এঁকে দিয়ে যায়- কার ললাট-চিবুক
সীমাহীন শূন্যতায় আছড়ে পড়া মাতৃত্ব, দেওয়াল ধরে হাতড়ায় "খোকার মুখ"
জানালার রড চুমে বেডে ফিরে-
চোখের জলে বালিশে সমুদ্র অাঁকার গল্পটা সারারাত শুরু হয়!
-"জানিস্ খোকা, তুই যবে প্রথম ভূমি ছুঁলি- তোর প্রথম কান্নায় আমার সেই হাসা- - -তার পর থেকে- - -।"
[শ্যামাপদ মালাকার
গ্রা:-চন্দনপুর
পো:- জোড়দা
থানা:- ইন্দপুর
জেলা:- বাঁকুড়া]
বৃদ্ধাশ্রম
।।।।।।।।
শ্যামাপদ মালাকার
তবু- - তারানেভা ঘোলাটে অপাঙ্গে চেয়ে রয় গবাক্ষ
দিনের শেষ রোদ এঁকে দিয়ে যায়- কার ললাট-চিবুক
সীমাহীন শূন্যতায় আছড়ে পড়া মাতৃত্ব, দেওয়াল ধরে হাতড়ায় "খোকার মুখ"
জানালার রড চুমে বেডে ফিরে-
চোখের জলে বালিশে সমুদ্র অাঁকার গল্পটা সারারাত শুরু হয়!
-"জানিস্ খোকা, তুই যবে প্রথম ভূমি ছুঁলি- তোর প্রথম কান্নায় আমার সেই হাসা- - -তার পর থেকে- - -।"
[শ্যামাপদ মালাকার
গ্রা:-চন্দনপুর
পো:- জোড়দা
থানা:- ইন্দপুর
জেলা:- বাঁকুড়া]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন