নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

৩.)  || স্বপ্ন||
রাজর্ষি বন্দ্যোপাধ্যায়

সেদিন ছিল বৃষ্টি ঝরা বেলা
হৃদয় জুড়ে স্বপ্নালুতার খেলা
দেখেছিলাম প্রিয়া তোমার চোখে
প্রেমের কাজল কালো।
একমুখে আর বলব বল কত
তোমায় যত বেসেছিলাম ভালো।

তোমায় দেখে উঠল গেয়ে প্রাণ
পূর্বরাগে রঙীন যত গান।
আমার দিকে চাইলে তুমি ফিরে
ধন্য হলাম আমি।
স্বর্গ থেকে আমার অভিসারে
মর্ত্যে এলে নামি।।

বাস্তব
রাজর্ষি বন্দ্যোপাধ্যায়

বৃষ্টি কোথায় সেদিন তো খটখটে
আমায় দেখে অমন সবাই পটে।
কে আর অত নজর করে ভাই
কাজল চোখে?  ছাই!
মাস্কারা সেই লাগিয়েছিলাম কবে
তার কিছুটা আভাস ছিল তবে।

কে গেয়েছে?  শিস মেরেছে তবে!
ও পাড়ার ঐ ডেঁপো ছোঁড়াই হবে।
আমি কখন তাকিয়েছিলাম আবার?
আনতে গিয়ে বাবার
ওষুধ বুঝি চেয়েছিলাম ভুলে
অমনি তুমি পড়লে গলায় ঝুলে।।

[Village+post office -Jogai
P.S. Murarai
District - Birbhum
Pin 731238
Email -brajarshi50@gmail.com]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন