ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮


 **কষ্টের জীবন**
             ------প্রসেনজিৎ রায়
পথের প্রান্তে বট গাছ ডাকিতেছে আমায়
এক চাউনি দেখিনি তাকে
সারা দেইনি আমি ওর করুনতার ডাকে ।
ওর মুখের দিকে তাকালে কষ্ট লাগে আমায়
পল্লব বেষ্টিত শাখা দুমড়ে মুচড়ে ফেলেছিল হাওয়ায়।
তখন বুঝি তার কষ্ট হয়েছে
হয়তো কেঁদে উঠেছে, শুনতে পাইনি আমি ।
তরুমুলে উপর ভর দিয়ে উপরে উঠেছে
সূর্যাস্থ মুখে, আহার জোগাড় পথে।
সে কি একাকী,
হয়তো লাঠির উপর ভর করা পথযাএীর মতো
তৃষ্ণার্ত অবস্থায় সময়ে যেতে হবে গন্তব্যে।
হারতে দেখিনি, প্রাকৃতির সাথে যুদ্ধ করেও
২৫ বছর বয়সে দাড়িয়েছে সবার মাথার উপরে
বনস্পতি বনিরুহ সেই বটগাছটি আজি।
যে ছিল অন্যের উপর ভর করে
আজি তারই উপর অসংখ্য লতাপাতা গাছ গাছালি
বাসস্থান দিয়েছে, সেও তো জানে
কষ্ট কতবড়ো ছিল তারও মনে।
থাকিবে আর কত দিন, চলে তো যেতেই হবে
জম্ন হইলে মরিতে হবে এই তো বিধির বিধানে।
যাবে সে শেষ আশাটি পূর্ণ করে
সারা দেহটি রবে মানুষের চীরতরে।
               ** ---------------------------**



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন