ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

||_____অবসানে||
                 ---সুনন্দ মন্ডল

শীতের কাঁপন অবসানে
নামবে এবার বসন্ত।
পাখির কূজনে ভরে যাবে
দশদিশ আর দিগন্ত।

ফুলগুলি সব খিলখিল
হাসির ছটায় মেলা খুশি।
আসবে ভ্রমর গুঞ্জনে
আলোর বাতাস বানভাসি।

হলুদের ছোঁয়া মন ভরা
হৃদয়ে ফল্গু ভালোবাসা।
প্রেমের বাঁধন যৌবনের
নতুন জীবন সুখ আশা।

কাটবে কুয়াশা শীত শেষে
ঝলমলে দিন সরসতা।
প্রকৃতি ও প্রাণী মিলে দেখ
জগতের ঘরে নতুনতা।
        -------

(কাঠিয়া,মুরারই,বীরভূম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন