নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

||_____অবসানে||
                 ---সুনন্দ মন্ডল

শীতের কাঁপন অবসানে
নামবে এবার বসন্ত।
পাখির কূজনে ভরে যাবে
দশদিশ আর দিগন্ত।

ফুলগুলি সব খিলখিল
হাসির ছটায় মেলা খুশি।
আসবে ভ্রমর গুঞ্জনে
আলোর বাতাস বানভাসি।

হলুদের ছোঁয়া মন ভরা
হৃদয়ে ফল্গু ভালোবাসা।
প্রেমের বাঁধন যৌবনের
নতুন জীবন সুখ আশা।

কাটবে কুয়াশা শীত শেষে
ঝলমলে দিন সরসতা।
প্রকৃতি ও প্রাণী মিলে দেখ
জগতের ঘরে নতুনতা।
        -------

(কাঠিয়া,মুরারই,বীরভূম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন