ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

শেষ চিঠি
।।।।।।।।।।

||ব্যবধান||

শ্যামাপদ মালাকার

হে রাজশ্রী!--
আজ মনে পড়ে, নিঃশব্দ পদ-সঞ্চারে যবে এলে, সেদিনেও আমি খোলা আকাশের নীচে- আপনার পর্ণকুঠির রচনায় ব্যাপৃত ছিলাম।

তুমি তো জান-
পরিণয়ের প্রথম লগ্ন থেকেই তোমার আমার যে দূরত্বের সৃষ্টি হয়েছে- তার গভীরতা কেউ কোনদিন টের পাইনি।
আমি জানি,-এই নদী - পাহার - অরণ্য তোমার কোনোদিন ভাল লাগেনি, ভাল লাগেনি বললে ভুল হবে- তুমি কখনও 'ওদের' ভালবাসনি- -
সহসা কথা শেষ হতে না হতেই সেদিন বলেছিলে,-"কি হবে এই অস্হায়ী অতৃপ্ত পর্ণকুঠির সৃজন করে?"।
তখনও আমি অরণ্যের লতায় মজবুত বাঁধন বেঁধে চলেছি।
তুমি সেদিন বলেছিলে-"ফিরে চল।"
আমি বললাম- কোথায় ফিরে যাওয়ার কথা বলছো!- -
কথা শেষ হতে না হতেই বলে উঠলে,-"শক্তভিতের চিরস্হায়ী নীড়ে।"

এখানেই আমার সমস্ত বাঁধন অসমাপ্ত হয়ে আসে।
তুমি আরো বললে,-"এখানে এমন কি আছে? কাকে নিয়ে তুমি তোমার গল্প-কবিতা লিখবে!"।
আচ্ছা বল তো- সেদিন তুমি এখানে রুঢ় মাটি-পাথর ছাড়া, কবিতা বা গল্প উৎসের কোনো উপকরণ খুঁজে পাওনি?।
যে মাটির পানে চাইলে- জননীর মুর্ত্তি দৃশ্যমান হয়ে উঠে, - যে মাটির সোঁদাগন্ধে অনির্বাণ পল্লীর টিম টিম দীপ-শিখাটির সলতে ওঠা নামা করে,--সেই মাটির পানে চেয়ে তুমি- কিছুই খুঁজে পাওনি?।

তবে আজও ফিরে যাও। ফিরে গিয়ে প্রায়চিত্ত করিও- অপরিণত মনের ভাবাবেগের সিদ্ধান্ত।
পুড়িয়ে দাও গিয়ে- নিন্দিত পুরুষের অসমাপ্ত কবিতার ডাইরী!।
প্রথম প্রথম হয়তো আমার অনুপস্থিতি মর্মমূলে পীড়ন হানবে- তার পর ধীরে ধীরে শহরের অবিশ্রান্ত জনমুখর কোলাহলে আমাকে ভাবার তোমার ভাবনার শক্তির গতি একদিন মন্হর হয়ে আসবে।
ফিরে পাবে আবার সন্তরণেরর বিরাট সমুদ্র।

---হে প্রকৃতির নিশিজাগরণকারী তরুগণ- হে সর্বকাল ইতিহাসধারী, যুগ-যুগান্ত ললাট ভাঙ্গনের সাক্ষ্যকারী পাহাড়িগণ,-আমি শুধু তোমাদের ভালবাসি!
নিশি রেখে উঠা সেই মাঝিরে- যারে আমি আমার গল্পে বেঁধেছি, যদি কখনও দেখা পাই- তারে জিজ্ঞাসিব,-"সুদূর তটিনীর বাঁকে সাঁজাল-তাড়িত 'নাউ'- গৃহাভিমুখে ভীড়তে ভীড়তে ভাটিয়ালী সুর কন্ঠে বাজে কি না!
যদি বাজে-- তবে আমার গল্প- জেগে থাকবে এ বাংলার মাঠ, ঘাট, পায়ে চলা মেঠো-পথটিরও শেষে!।"।
                                 ইতি
                                   দেবাঞ্জন
                         
মেঘাসৃতা
                   **--------------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন