ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮


||
||গ্রামে পথশিশু||

        ----মৌসুমী ভৌমিক 
******************

ছায়াঢাকা সুশীতল মায়ময় গ্রামখানি
শ্যামলে সবুজে ঘেরা মধুময় হাতছানি। 
আকাশে বাতাসে তার স্নিগ্ধতার রেশ
প্রকৃতির রূপবিভা অপূর্ব সুষমায় ছড়িয়েছে বেশ। 
সোনালি ধানের ক্ষেত পৌষের শেষে 
ধান কেটে মহানন্দে কৃষকেরা অবশেষে 
চলেছে গোরুর গাড়িতে সোনার ধান ভরে।
এপাশে শিশুরা সব ঘরে ফেরে স্কুলছুটির পরে 
হাতে হাতে বাজে ঐ মিড-ডে-মিলের থালা
লাফালাফি, আনন্দ, খুশি পল্লীবালা। 

ওপাশে নিঃস্ব বালক কিছু, খেলে বাতিল টায়ার
প্রশান্তির হাসি বিলিয়ে যায়, যেন পথটাই তার। 
হঠাৎ থামলো গতি, থালার শব্দে হয়ে উৎকর্ণ
আনন্দ উচ্ছাসের কাছে প্রশান্তির হাসি হলো বিবর্ণ। 
শিক্ষা ক্ষুধা নয় তো তাদের, তারা যে পথশিশু
আজকের গ্রামেও পিষছে দেখো আজকের যিশু।
                 **---------------------------**




প্রিয় কবি- রবীন্দ্র নাথ ঠাকুর 
ভাললাগা - আবৃত্তি করা ও শোনা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন