!!শেষ চিঠি!!
**********
অরুণ কুমাৰ মন্ডল
**************
পূজনীয় বাবা,
জানিনা এ চিঠি তুমি পাবে কিনা!
অনেক যন্ত্রণা আর ব্যাথা ভরা এই চিঠি খানা,
যতবার ভেবেছি।তোমাকে সবকথা খুলে বলি
বলব বলব করে আর বলা হয়ে উঠল না।
তুমি বুঝবেনা এ বুকের ব্যাথা,
তুমি গরিমায় আছো সঙ্গে সৎ মাতা!
আমার গর্ভধারিণী আজ পাগলের আখ্যা নিয়ে
ভিখারিণীর বেশে ভবঘুরে,
আমি তার ছেলে?দু'চোখে জল ভরে,
করুনার প্রার্থী মায়ের আমার-
বরাদ্দ ভাঙা কুঁড়ে!
এ দুর্বিষহ ব্যাথা সহি কোন বুকে,
প্রথম পাওয়া ছাত্ৰ, এ লজ্জা ঢাকি কোন মুখে?
বারংবার ভেবেছি সে কথা বলতে-
মায়ের জন্য চেয়েছি বাঁচার আশ্রয়টুকু খুঁজতে।
আমি হেরে গেছি, পারিনি মেনে নিতে,
মায়ের জন্য তোমার কাছে, মর্যাদার ভিক্ষা চাইতে!
তাই আজ স্বেচ্ছায় এ পথ নিয়েছি বেছে
তোমার খোকা কোনো দিন আর ফিরবেনা তোমার কাছে।
ইতি
----
তোমার হতভাগ্য
---------
"বিনয়"
***********
**********
অরুণ কুমাৰ মন্ডল
**************
পূজনীয় বাবা,
জানিনা এ চিঠি তুমি পাবে কিনা!
অনেক যন্ত্রণা আর ব্যাথা ভরা এই চিঠি খানা,
যতবার ভেবেছি।তোমাকে সবকথা খুলে বলি
বলব বলব করে আর বলা হয়ে উঠল না।
তুমি বুঝবেনা এ বুকের ব্যাথা,
তুমি গরিমায় আছো সঙ্গে সৎ মাতা!
আমার গর্ভধারিণী আজ পাগলের আখ্যা নিয়ে
ভিখারিণীর বেশে ভবঘুরে,
আমি তার ছেলে?দু'চোখে জল ভরে,
করুনার প্রার্থী মায়ের আমার-
বরাদ্দ ভাঙা কুঁড়ে!
এ দুর্বিষহ ব্যাথা সহি কোন বুকে,
প্রথম পাওয়া ছাত্ৰ, এ লজ্জা ঢাকি কোন মুখে?
বারংবার ভেবেছি সে কথা বলতে-
মায়ের জন্য চেয়েছি বাঁচার আশ্রয়টুকু খুঁজতে।
আমি হেরে গেছি, পারিনি মেনে নিতে,
মায়ের জন্য তোমার কাছে, মর্যাদার ভিক্ষা চাইতে!
তাই আজ স্বেচ্ছায় এ পথ নিয়েছি বেছে
তোমার খোকা কোনো দিন আর ফিরবেনা তোমার কাছে।
ইতি
----
তোমার হতভাগ্য
---------
"বিনয়"
***********
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন