ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

৬.)
   ||______লাবণ্য আজও||
                    ----রুনা দত্ত

হেমন্তের  হলুদ বিকেল,  একচিলতে ঝুল বারান্দা

বারান্দার কার্নিশে ফুটে থাকা এক গোছা চাঁপা ফুল ,

আর অস্তগামী সূর্য্যের সুষমার রঙ তুলিতে ভরে

 লাবণ্য আজও কবিতার পাতায় অমিতের ছবি আঁকে।

শীতের অলস দুপুর ,এলোচুল ,আলো আঁধারি মায়ামাখানো মুখ ,

আর ভেজা শরীরের ঘ্রাণ বুকে নিয়ে লাবণ্য আজও কৃষ্ণচূড়া মাথায় গোঁজে।

বর্ষার অঝোর বারিধারা, একমুঠো গন্ধরাজ আর বেলিফুলের স্নিগ্ধ সুবাস ,

আতরের মতো নাভিমূলে ঢেলে নিয়ে
 লাবণ্য  আজও প্রতীক্ষার দীর্ঘপ্রহর গোনে।।
 ‎                   -------------
 ‎(রবীন্দ্র নগর মেন রোড, শিলিগুড়ি)

উত্তরে:-

||______যদি লাবণ্য হতে||
                      -----সুনন্দ মন্ডল
                      ‎
কত ভালো হতো
যদি আমি অমিত হতে পারতাম!
তোমার মায়াবী চেতনায় ডুবে
নীল সন্ধ্যা কুড়িয়ে আনতাম।

কত ভালো লাগত
যদি নিজেকে তোমার রূপে
হারিয়ে ফেলতাম
তুমি যদি একবার লাবণ্য হয়ে আসতে!

যদি তুমি অমিতের লাবণ্য হয়ে
একনিমেষে ভুলে যেতে সব অভিমান!
যদি প্রতীক্ষায় প্রহর না গুনে
একবার এসে বলতে ,
'অমিত আমি তোমারই লাবণ্য'!

আমি আকাশ বাতাস ব্যাপী চরাচরে
আমার আমিকে ভুলে গিয়ে
তোমার আমিত্বে মিশে যেতাম
গন্ধরাজ কিংবা বেলফুলের গন্ধ হয়ে
বারান্দার কার্নিশে গুঁজে রাখতাম।

শীতের অলস দুপুর আমার নিঃশ্বাসে
ভরিয়ে দিতাম তোমার শরীরের জড়তা মুছে।
            --------------
(কাঠিয়া,মুরারই,বীরভূম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন