ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

২. সমর্পণ
         ----অনুরূপা পালচৌধুরী  
                                ১.
অদৃশ্য ঊর্দ্ধমুখী অন্ধকার।নিষিক্ত আলোয় গ্রাফিক রাতের সু|ছায়া।দিপ।দিপথ।বদল।মুখোশের আড়ালে হাওয়া কাটা শাঁখার ক্লাইম্যাক্স।নির্বিকার উপপাদ্যের জল গড়িয়ে ১ফোটা বাদামী কুয়াশার অভিমুন্য।অভি|ঘাত

                                ২.
জয়/পরাজয় : প্রগাঢ় সিঁদুরের সংলাপ।আক্ষরিক বীজকোষে শৌখিন আতর গন্ধ।গ্রহণের ফুলশয্যা।বিন্দু বিন্দু স্বপ্নের গ্র‍্যানিউলস।সমর্পণের পিচ্ছিল উৎসব।দৃশ্যময় জলঘর।গোগ্রাসী পৌরুষ গিলে নেয় বিভাজনের রক্তফল।
                 **---------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন