ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

**নীরব সময়ে**
         
       ----- **হরিশ বর্মন**


নীরব সময়ে
পলাতক আমি তোর শহরের আনাচেকানাচে।
ধুকপুক থেকে যায় বাড়তে থাকা যন্ত্রণায়
তোর ছেড়ে যাওয়া পথ চেয়ে আজও আপেক্ষায়।
কুয়াশার ঝাপসা দুপুরে শুকোনো ঠোঁট
আর জীর্ণ চামড়ার আরালে মন চঞ্চল।

আমার তোর গল্পে
সময়ের ব্যস্ততায় লুপ্তপ্রায় স্বপ্নের ঘর।
বাসের হর্ন মানুষের কোলাহলে আমি আছি।
তবুও নেই কোথাও
তোর বাড়ানো হাতের উষ্ণ স্পর্শ।


 সময় আর সময়ে বাড়তে থাকা শীতলতায়
শুধুই অপেক্ষা
তোর ছাদে বাড়তে থাকা গোলাপ
আর আমার মনে না পাওয়া ধুকপুক।


নীরব সময়ে
মনে পড়ছে তোকে।
               ** ----------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন