ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

৫. সমর্পণ
               ----  সুনন্দ মন্ডল

জীবন আজ মরুভূমিতে

ক্যাকটাস হয়ে জন্মেছি!
লতানো আকর্ষ হয়ে তোমার দেহের ওম
পেতে চেয়েছিলাম।

বালুচরে আমার এখনো প্রতীক্ষা

সাগরের ঢেউয়ে কখন বয়ে আনবে
লবণাক্ততা!
ছুঁয়ে দেবে আমার পরিশ্রান্ত দেহ।

আমি জলীয় বাষ্প হয়ে ভাসি

আকাশের ধূলিকনার সাথে,
তুমিও তো পারো কালো মেঘ হয়ে আসতে!
মিলনের বার্তা পৌঁছে দিতে।

আমি গড়াগড়ি খাই মাটিতে

তোমার পদধূলি পড়ুক একটিবার।
নিঃশর্ত দেনা পাওনা চলুক
সব কলঙ্ক ভুলে মিশে যেতে।

প্রিয়! আজ তুমি ফিরে আসবে আরেকবার?
পথ ভুলে, মান ভুলে মূল্যহীন কিংবা অমূল্য,
ভালোবাসা প্রেম বিরহে পরিপূর্ণ
আমার দেহটাকেও সমর্পণ করে দিতাম।
                  -----------

(কাঠিয়া,মুরারই,বীরভূম)
             **------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন