ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

**দেবী দর্শন**
      ------শ্যামাপদ মালাকার

দেখিয়া ধূলির নিবিড় ক্ষরণ
করিয়া সমর বিজয় কেতন
--------------উড়িয়ে চলেছে যারা
হলো না- গো মোর দেবী দর্শন
নেই বিজয়ার কোনো শুভক্ষণ
--------------লুটে নিয়ে গেছে তারা।

চলিয়াছি তবু অসীম আশায়
বাঁকা-অঞ্জনে যদি "সে তাকায়
--------------সকলি ভরিয়া যাবে
বিবস তরণী নব-খরবেগে
বহিবে আবার তটিনীর কূলে
--------------ভাটিয়ালী সুর লয়ে।

যদিও হয়েছে  ক্ষীণকলরব
দুলেপাড়া দেখি রয়েছে নিরব
--------------ঝিল্লীর ঘররবে
থর থর কাঁপি বিধূর কিরণ
ক্রমশ প্রসার হইছে বিজন
--------------পল্লীর পীত রঙে।

বাগদির কুলি তামালের ছায়ে
ফিরিতেছে ওরা দেখি নির্বাকে
--------------ভাসানের ধূলি ধুয়ে
আধোফোটা নব আমনের শীষে
বহিতেছে বায়ু তারি হীমস্রোতে
--------------উঠিল গণিত কেঁপে!

দেওয়া নেওয়া কত হিসেবের খাতা
দু'পায়ে মাড়িয়ে যেন ক্ষণপ্রভা
--------------হাসিয়া উঠিল নেচে
চলিয়াছি তবু দীর্ঘ-চরণে
অশুভনাশীর ক্ষয়া নিকেতনে
--------------সকরুণ বেদীমূল!

শূন্য-বেদীর সমুখে দাঁড়িয়ে
রচয়া জননী মুদিত লোচনে
--------------দাঁড়িয়েছি করজোড়ে
সহসা শুষ্ক পর্ণরবের
জাগিল প্রবাহ মণ্ডপ-পিছে
-------------দেখিলাম 'জননীরে!

এগিয়ে দু-পায়ে বুঝিলাম সবে
চিনিয়াছি তারে ভিখারিণী সে-যে
--------------দেখিয়াছি তারে কত
একটি প্রণাম করিয়া যখন
দেখিলাম দুই বিরাট লোচন
--------------ঝরিয়াছে ঝর্-ঝর্!।।
             **-------------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন