নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

  **অন্বেষণ**

জীবন থেকে জীবনের পথে হেঁটে চলেছি
একাকী আনমনে নিবিড় অন্বেষণে,
শহর থেকে শহর,নগর থেকে বন্দর
 দেশ থেকে বিদেশের সীমানা ছাড়িয়ে -
  হাজার আলোকবর্ষ ধরে পথে পথে ঘুরেছি,
  অথচ কখনো পাইনি খুঁজে জীবনের মানে!
  গভীর থেকে গভীরতায় রয়েছি নিবিষ্ট তাই,
   আজো জীবনের নিগূঢ় সত্যের অন্বেষণে।।


   ------রুনা দত্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন