**সবুজের দেশে**
------সুনন্দ মন্ডল
কতদিন পরে ফিরছি,
পাশে ট্রেনলাইন সরু হয়ে চলে গেছে
মেঠো আলপথ ধরে।
সবুজ ধানের গন্ধ মেখে মেখে।
কতদিন ছিলোনা জানাশোনা,
ভোরের হাওয়ায় উদাসী বাউল-
শিশিরের ছোঁয়ায় ভিজিয়ে পা,
চলে গেছে ওই রাঙা মাটির পথ ধরে।
কতদিন চোখ মেলে দেখিনি,
আকাশে উড়ে যাওয়া এক ঝাঁক চাতক!
ময়না, পায়রা, ছোট ছোট ফিঙেরাও
উড়ে যেতো স্বাধীনতার স্বাদ নিতে নিতে।
কতদিন প্রাণ ভরে নিইনি ঘ্রাণ!
বেল-জুঁই-গোলাপ খিলখিল হাসে,
বিধাতার যাদুকাঠির ছোঁয়ায়
এই প্রকৃতির খোলা বাগিচায়।
কতদিন শুনিনি সেই গান,
মিষ্টি সুরে বেহাগ গাইতে তুমি!
দিনের আলো ফোটার আগেই
প্রভাতির প্রভা, উষ্ণ অনুরণন।
কতদিন হয়ে গেল-
তোমার কোলে রাখিনি মাথা।
পাইনি স্নেহাদ্র, শান্তির শ্বাস!
সবুজের দেশে, আমার ছোট্ট গৃহাঙ্গনে।
--------------
কাঠিয়া, মুরারই, বীরভূম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন