৫.){রঙ রঙিন}
সুদীপ্ত সেন
তোর উম জরিয়ে আমায় রাখ
কিংবা তোর ঠোঁটপালিসে
তোর চোখের কালোয় আমায় দেখ
গন্ধ শোকা নোখপালিসের!
তোর স্যাটাসে গল্প সাজা
পারসেন্টেজ কিন্তু দিস,
তোর কপাল টিপে কালো মাখা
পারলে ওই কালোতে আমায় নিস!
তোর রঙ রঙিনে সাজবো আমি
আমার সেলফোনতে ভীষন জ্বর
সাদা ক্যাঁথাস্টিকে দারুন তুমি
ধরতে হলে আপন কর!
[নাম সুদীপ্ত সেন পাইকর, বীরভূম]
উত্তরে
||ফ্যাকাসে||
----মিলি ঝা
তোর এই শয়তানি বুদ্ধি গুলো
আজকাল আশ্রয় দিয়েছি খুব-
নতুন করে প্রেম সাজাব বলে নয়
শুধু বন্ধুত্ব গাঢ় করব বলে।
একটু আধটু করে প্রশ্রয় গুলো
মনে দাগ কাটছে খুব
বলতেই হয় তোর কবিতার কোণ
ছুঁয়ে যায় আমি রোজ রোজ।
কালো কাজল থাক, থাক টিপের আড়াল-
মনের কোণে ঝলমলে রোদে বাস করিস-
শুধু ওই দুষ্টুমিকে দিয়ে প্রশ্রয়
খেলায় মেতে থাকছি আমি আড়ালে।
{নাম -মিলি ঝা, শান্তিনিকেতন;বীরভূম,Third year, geography dpt, Visva-bharati
Santiniketan]
সুদীপ্ত সেন
তোর উম জরিয়ে আমায় রাখ
কিংবা তোর ঠোঁটপালিসে
তোর চোখের কালোয় আমায় দেখ
গন্ধ শোকা নোখপালিসের!
তোর স্যাটাসে গল্প সাজা
পারসেন্টেজ কিন্তু দিস,
তোর কপাল টিপে কালো মাখা
পারলে ওই কালোতে আমায় নিস!
তোর রঙ রঙিনে সাজবো আমি
আমার সেলফোনতে ভীষন জ্বর
সাদা ক্যাঁথাস্টিকে দারুন তুমি
ধরতে হলে আপন কর!
[নাম সুদীপ্ত সেন পাইকর, বীরভূম]
উত্তরে
||ফ্যাকাসে||
----মিলি ঝা
তোর এই শয়তানি বুদ্ধি গুলো
আজকাল আশ্রয় দিয়েছি খুব-
নতুন করে প্রেম সাজাব বলে নয়
শুধু বন্ধুত্ব গাঢ় করব বলে।
একটু আধটু করে প্রশ্রয় গুলো
মনে দাগ কাটছে খুব
বলতেই হয় তোর কবিতার কোণ
ছুঁয়ে যায় আমি রোজ রোজ।
কালো কাজল থাক, থাক টিপের আড়াল-
মনের কোণে ঝলমলে রোদে বাস করিস-
শুধু ওই দুষ্টুমিকে দিয়ে প্রশ্রয়
খেলায় মেতে থাকছি আমি আড়ালে।
{নাম -মিলি ঝা, শান্তিনিকেতন;বীরভূম,Third year, geography dpt, Visva-bharati
Santiniketan]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন