ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

**মুক্তি**
                 
            ---সন্দীপ ভট্টাচার্য্য
                                 মুম্বাই, মহারাষ্ট্র

আমার কিছু কথা আছে না বলা
পাঁজরের এপারে অতলান্তরে
নির্জন আঁধার গুহায় উষ্ণতার খোঁজে
একটা  দেশলাই আর ফুলঝরি
অঝোর বৃষ্টির পর যখন চাঁদ ওঠে
ঝিঁ ঝিঁ ডাকা রাত আর আমার কাকুতি
অথবা নির্ঘুম বিছানায় স্পর্শলোভে কিংবা
ঘুঘু ডাকা দুপুরে যখন চেয়েছি কঠিন মৃত্যু
জমেছে কথা পালকি পালকি
পারলে একবার ছুঁয়ে যেও
উষ্ণতার জিওন কাঠি হাওয়ার মতো
মেঘ জমা হৃদয় গলে পড়বে
আর হয়তো কথারও পাবে মুক্তি।
               **-----------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন