ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০১৮

                 
৮.সমর্পণ
                                    সন্দীপ ভট্টাচার্য্য
                                    মুম্বাই, মহারাষ্ট্র

কোনো ভণিতা ছাড়াই  সমর্পণ
কষ্টের দগদগে দাগ আর 
শরীর জোড়া দাঁতের চিহ্ন সব তো অনাবৃত
যে অনুভবে উপচে পরে 
চোখের কোন তার ছোঁয়াতে
আর অস্থিমজ্জায় যতবার জ্বলে যজ্ঞ আগুন 
কতবার অসহায় শিউলি ঝরেছে সূর্য ছোঁয়ায়
হিসেব রেখেছে কে
অথবা সব অনুরাগ যখন চাঁদ হয়ে গলেপড়ে আকাশ ভরা জ্যোৎস্নায় আর 
বুকে নিয়ে কোন সে যন্ত্রনা 
মেঘের সমর্পণ মাটির বুকেl
**-------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন