ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

  **বিরহ নয় বিচ্ছেদ**
                     ---ডট.পেন


দিন গুলো সব শিখতে শেখায়,
রাত্রি শেখায় বলতে পারা।

পিটুইটারী গ্রন্থি জানে,
সঙ্গীহীনের আসল মানে।

ঘুমগুলো সব লেপ জরিয়ে পাশ ফিরে যায় পাশবালিসে,
চায়ের কাপে কেও ডাকেনা এলার্ম ঘড়ি ঠিক থামিয়ে।

সাঁঝবেলাতে শুকনো প্রদীপ সেদিন থেকেই থমকে গেছে,
শঙ্খ সেটাও দম ফুরিয়ে কেমন যেন আটকে গেছে।

রং ভিজিয়ে রঙিন হয়ে কাল-ঋতুরা একলা পেরোয়,
বিরহ নয় বিচ্ছেদটায় ফ্যাকাসে হয়ে মনকে জরায়।
              **--------------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন