ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

______অন্বেষণে
                 সুনন্দ মন্ডল

জীবন নামক সাগরের মাঝে পৌঁছে গেলাম
'ভালোবাসা' মানে খুঁজতে খুঁজতে।

চারটি বাংলা অভিধানে খুঁটিনাটি খুঁজেও
সঠিক মানের মানে পেলাম না।

নিয়মিত প্রেম-ভালোবাসা-বিরহের মানেও
খুঁজেছি সখার জীবনের ভাঁজে।

লোকে বলে শুনি 'ভালোবাসা' নাকি এক সৃষ্টি
অনুভূতি ছোঁয়া হৃদয়ে আবেগ।

আমি কী পেলাম? এতদিন পৃথিবীর মাটিতে!
দিশেহারা জীবনের স্রোতপথে!

অন্বেষণের মাত্রা চরমে তবুও বৃথা
গবেষণা করে ভালোবাসা পেতে।

ভালোবাসা মানে কি শুধু বদ্ধ নিয়ম খাঁড়া!
নাকি আছে টান পারস্পরিক!

কিজানি বুঝিনা অতশত মানে মোটা মাথায়
তাইতো খুঁজেছি বেকার ধাঁধায়।
                -------------

(কাঠিয়া,মুরারই,বীরভূম)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন