ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

বিষয় কবিতা
**********
!!অন্বেষণ!!
*********
অরুণ কুমার মণ্ডল
**************
আমার মনের ভেতর, আর এক মানুষ
করছে অন্বেষণ,
বলি, মন তোমার রঙিন যখন
কাঁচা রঙের কি প্রয়োজন।

তুমি ভাবে প্রেমে একাত্ম মন
প্রকৃতিও সংগ দেবে
অঙ্গ তোমার ছুঁয়ে রবে,
সঙ্গে তোমার নাচবে সারাক্ষণ।

লতায় পাতায় ফুলে ফলে
রোদ ঝলমল হাওয়ায় দোলে,
বৃষ্টি ভেজা জোৎস্না রাতে
অবাক করা সে দৃশ্যতে,
মন তোমার হবে পাগল, বলছে- সুজন......

**************

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন