ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮



 || সেটা কী স্বপ্ন ছিল!||
                           ---- (ডট.পেন)

আমি আর আমার বন্ধু বেরুলাম পথে,
যাবো এক পরিচিতর বাড়ি ছুটি কাটাতে
সোজা সড়ক চলে গেছে গ্রামের ভেতর দিয়ে
জোনাকি গুলো এগিয়ে দিচ্ছে অন্ধকার পেরিয়ে
ভগ্নপ্রায় সিঁড়ি বেয়ে সোজা দোতলার ঘরে
উড়লো ধোঁয়া, আস্ট্রেতে নামিয়ে রাখা নিকোটিন  যাচ্ছে পুড়ে
গল্প হলো,কাটলো অনেক দিন আনন্দ-উল্লাসে,
পুকুর জলে ডুব দিয়ে যায় পানকৌরি এসে
হঠাৎ সেদিন ফেরার আগে অন্ধকার রাত্রি
উপর থেকে আওয়াজ এলো অজানা এক যাত্রি
একমুখি এক কন্ঠস্বর বাজলো অনেকক্ষণ-
অনেক পরে থামিয়ে দিলো সূর্য উঠবো যখন
কেমন যেন থমকে গেছি, কোথায় এমন হলো!
ওসব শুনেই সেদিন রাতে ঘুম নিভিয়ে গেলো।
প্রভাত প্রসাদ জাগলো যখন তারা নিভিয়ে গেছে,
থমকে গেছি সিঁড়ি পেরিয়ে তিন-তলাতে এসে
কেমন যেন ! বৃদ্ধা আছে, পাশে মুর্তি তক্তাপোশে
কী হয়েছে? বললে পরে বৃদ্ধা দেখি অট্টহাসি হাসে
এসেছিস তবে আয় এদিকে এখন,
আ'রে মুর্তি নয় রক্তমাংস জানলাম তখন!
বৃদ্ধা বললো বস বাবা, অন্ধ বৃদ্ধা পরিস্কার
এতদিন পরে ফিরে এলি তুই, রঙ এনেছিস এবার?
আমি যে পারিনি মরেও মরতে মেয়েকে না দিয়ে বিয়ে,
তুই যে গেছিলি আসবি ফিরে আমাকে কথা দিয়ে
হঠাৎ বললাম এসেছি, তবে এখনও আছে বাকি-
আরও কিছুদিন থেকে গিয়ে চললো স্বপ্ন আঁকাআঁকি
ছুটি তখন ফুরিয়ে এসেছে হাতে
বৃদ্ধাকে না বলে ওকে বলেই বেরিয়ে গেলাম পথে
আবার আসবো ফিরে! আবার কথা দিলো
অনেক পরে হঠাৎ একদিন, সেটা কী স্বপ্ন ছিলো!!
--------------------*---------------------
♥আমার ভালোলাগা♥
    --------------------
আমার প্রিয় কবি অবশ্যই রবীন্দ্রনাথ তবে সমসাময়িক প্রিয় কবি শ্রীজাত।
প্রিয় কবিতা রবী ঠাকুরের 'বাঁশি'।
একটি ছোটোগল্প আমার খুব ভালো লাগে বারবার পড়ি সেটা প্রেমেন্দ্র মিত্রের লেখা 'তেলেনাপোতা আবিষ্কার'।
                    / **-------------------------------**




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন