ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

অনুকবিতা... বেলা অবসান
রমলা মুখার্জী, বৈঁচী, বিবেকানন্দ পল্লী, হুগলি ৭১২১৩৪,
বিষয় ঃঅবসান

ফুরায় খেলা সন্ধ্যাবেলা
শেষের কথা কেন বলো?
সোহাগ মাখা ভালোবাসায়
আঁখির পাতা ছলোছলো ।
যাবার ক্ষণে মনের কোণে
জমে থাকা অনেক ব্যথা....
স্মৃতি-সুধায় মাখামাখি
হাসি আলোর হাজার কথা,
অবসানের এই বেলাতে
করছে কেবল তোলপাড়.....
সকাল, দুপুর, বিকেলেগুলো
দাঁড়িয়ে আছে সার সার ।
................................................................... দূরভাষ 9474462590

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন