ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮

** আমি যাব **

আমি যাব !
আমি চলে যেতে চাই !
যেতে আমাকে হবেই!
- কোথায় যাবি?
যেখানে আমি অচেনা, অজানা, অপরিচিত
সেখানে !
- আর তাদের কি হবে ?
যারা তোর চেনা , জানা , পরিচিত ।
জানি না !
- তুই বিজ্ঞ নামে একটা দুর্বল , ভীরু , কাপুরুষ ।
জানি না !
তবুও আমাকে যেতেই হবে -
যেখানে 'সভ্য সমাজ' অপরিচিত ,
 যেখানে অচেনা জীবনের সমস্ত আত্মগ্লানি ,
যেখানে বিষণ্ণতা , হতাশ অপরিজ্ঞাত অচেনা মুখ ।

যেখানে আমি নিঃসঙ্গ ,
চারপাশে থাকবে নির্জনতার বেড়া ,
যেখানে স্তব্ধতা মধুর, সুস্পষ্ট প্রতীয়মান,
যেখানে বলার কেউ নেই !
যেখানে জানালার ভেতর থেকে পাখি হয়ে উড়ে যেতে পারবো অনন্ত আকাশে 'নীল' এর  খোঁজে ।
 সেখানে আমি যেতে চাই!
আমি যাবো!
চলে আমি যাবোই!

- মুখোমুখি হতে না পারা মানুষ নামে  অমানুষ ,
পুরুষ নামে কাপুরুষ তুই !

 জানি না !

               .....|| William Wss||......
                 .....03/09/2017....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন