নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

৮.)
||স্মৃতির মরা পাতা||
     ---- অন্তরা চ্যাটার্জী

শান্তভাবে চলে যেওনা।
একটা ঝড় তুলে যেও—
যাতে এপারের বাগানের ফুলগুলো সব ঝরে পড়ে,
আশা দিয়ে গড়া সিমেন্টের দেওয়ালটা
যেন ভেঙে পড়ে।
তছনছ করে দিও সব,
যাতে আর উঠে দাঁড়াতে না পারি।
মনের পাতায় লেখা এক -একটা অক্ষর
মুছে দিও----- এক নিমেষে।!
ধবংস করে যেও সব।
রাখার মধ্যে টেবিলে শুধু রেখে যেও—
স্মতির কয়েকটা মরা পাতা!

[নাম— অন্তরা চ্যাটার্জী]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন