ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

১৪.)

    ||এমনও বিয়ে আছে ||

""""""""""""""""""""

সুদর্শন প্রতিহার

****************


          রিক্তা আর অনিক যেন হিসাব মেলাতে পারছেনা কিছুতেই । রাগে-লজ্জায়-ঘেন্নাতে কেমন যেন কালো মেঘ ঘিরে ধরছে । ৮ বছরের যাবত সম্পর্ক যে ,এভাবে পরিণতি দেবে .....তা যেন কিছুতেই মেলাতে পারছেনা তারা । সবই যেন গুলিয়ে "গ" !


          রিক্তা ,রনি ,অদিতি আর অনিক তারা সেই ক্লাস ইলেভেন থেকেই একসাথে - বড় নিবিড় ছিল তাদের বন্ধুত্ব । রিক্তা আর রনি একদিকে ,অন্যদিকে অদিতি আর অনিক দীর্ঘ ৮ বছর ধরে ভালোবাসার বন্ধনে বাঁধা ।


          আজ একটা প্রাইভেট স্কুলে ইন্টারভিউ দিতে গিয়েছিল অদিতি আর রনি । তারা যে বিকেলের রক্তিম সূর্যের সাথে এভাবে ফিরে আসবে ,এটা বোধহয় কেউ কোনদিন স্বপ্নেও হয়তো ভাবেনি । অদিতির গলায় একটা রজনীগন্ধার মালা ,হাতে শাঁখা-পলা আর সিঁথিতে লাল টকটকে সিঁদুর । রনি দাঁড়িয়ে বরের সাজে ।


          যদি এমনটাই হওয়ার ছিল তবে কি .....মিথ্যে ছিল সেই ৮ বছরের ভালোবাসা । সব কেমন যেন কালবৈশাখীর মতো করে এলোমেলো হয়ে যাচ্ছে রিক্তা আর অনিকের কাছে । সকলের মুখে শুধুই ...." ছি-ছি-ছি " !


          রনি আর চুপ থাকতে পারলনা । এবার সে মুখ খুলল ,বলল কেন তারা এমনটা করেছে । বন্ধু হিসাবে অদিতি আর রনি খুবই কাছের ছিল । তাদের শহুরে বন্ধুত্বের আদত ওই আধাশহুরে মানুষ গুলো অন্য চোখে নিয়ে ফেলেন । তারা যে প্রাইভেট স্কুলটিতে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেটি ছিল একটি আধাশহুরে এলাকা । ইন্টারভিউতে দুজনেই সিলেক্ট হওয়ায় ,দুজনেই ছিল বেশ খুশ মেজাজে । তারা বাসের জন্য অপেক্ষা করছিল । এখানে শহরের মতো অহরহ বস চলেনা । তাই তারা তাদের খুশি আর সেই নিবিড় বন্ধুতের মেজাজেই কাটাছিল অপেক্ষার সময়টা ।


          তারপর লোকজন বাড়ল ,ভিড় জমলো । হাজার প্রশ্নের বাণ আর হাজার কৈফিয়ত । লাভের গুড় সব পিঁপড়েরা খেল । কেউ শুনলনা তোদের একটিও কথা । জোর করে ধরে নিয়ে গিয়ে পাশের এক শিব মন্দিরে বিয়ে দিয়ে দিল তাদের ।


         অদিতির কাছে সিঁদুর যেন মাথা ফাটা রক্তের লাল দাগ আর রনির বিয়ের মালা যেন ফাঁসির দড়ি । একবিংশ শতাব্দীর বুকেও এমন হয় ! এমনও বিয়ে আছে .....!!!

[সুদর্শন প্রতিহার
সম্পাদক -"নব-প্রয়াস"
গ্রাম - গিলাবনী
ডাক - নোহারী
জেলা - পশ্চিম মেদিনীপুর
রাজ্য - পশ্চিমবঙ্গ
দেশ - ভারত
সূচক - ৭২১১২১]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন