ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮


||মন ও বিবেকেরর সংলাপ||

       -----শ্যামাপদ মালাকার

মন--  "বালিকা কি বলল?"
বিবেক--  "অভিনয় করতে।"
মন--  "রিহার্সেল করছো?"
বিবেক--  "মানে?"
মন--  "তুমিই প্রতিশ্রুতি দেওয়া সেই ব্যক্তি, পুনরায় প্রত্যাবর্তন করেছো,-এটা যেন বৃদ্ধা টের না পায়!"
বিবেক--  "খুনি হতে পারবোনা!"
মন--  "কি বলতে চাও?"
বিবেক--  "অভিনয় শেষে বৃদ্ধা খুন হবে!"
মন--  "এ আর এমন কি, সাক্ষী তো আর রবেনা!
না হলে তুমি ফেসে যাবে- -"
বিবেক--  "তবু শান্তি!"
মন--  "জগতে সকল অভিনেতা - অভিনেত্রী, একার ব্রতে কি ধর্ম রক্ষা সম্ভব!?"
বিবেক--  "তুমি অধম হলে,- আমি উত্তম না হবো কেন?"
মন--  "বেশ বেশ--তুমি বেশ চতুর!
এখন কর্মের কথায় এসো,-কি সিদ্ধান্ত করলে?"
বিবেক--  "অভিনয় নয়।"
মন--  "তাহলে বৃদ্ধার মৃত্যু অনিশ্চিৎ!"
বিবেক--  "না।"
মন--  "এতক্ষণে অবগত।
বৃদ্ধার কন্যার প্রতি তোমার করুণা উদয় হয়েছে।"
বিবেক--  "করুণা ঈশ্বর করে,- মানুষ নয়।"
মন--  "তবে কি বালিকার প্রতি অনুরক্ত?-
তার বক্ষে দৃৃষ্টি নিক্ষেপ করে দেখো- সৃষ্টিক্রিয় নিথর,-- আরো দূরে দেখো--
শাণিত গাইতির ফলায় পরাজিত শ্রমিকের আর্তনাদ,--থমকে দাঁড়ায় কিশোরীর যৌবন- -
বিবেক--  "থামুন মশাই,-আমি আপনার ন্যায় এতো পণ্ডিত নই।
কৃষক কখন মেঘ দেখে বীজ বোপন করে না,
প্রকৃত প্রেম তাই!!
যে প্রণয়ে ভক্তির ভাব অলক্ষিত
সেখানে আদর্শ প্রণয় বড় অসহায়!"।
মন--  "বুঝলাম- কিন্তু,-স্ব-দেশ-স্বজনের অনুমতি বোধ কর কি?"
বিবেক--  "যেখানে নিঃস্বার্থ মনুষ্যত্ব --ধর্ম ধ্রুবতারার মতো,- সেখানে শুধু কর্তব্যবোধ করি।"
মন--  "আজ আলোচনা এখানেই বন্ধ করা যাক-
সন্ধ্যা নামিল,-- এই কে আছো,- প্রদীপটা ধরায়ে দাও।"।।

--------------------সমাপ্ত।।
১। আমার প্রিয় কবি- কবি:- জীবনানন্দ দাস
২। প্রিয় কবিতা:- নাটরের বনলতা সেন
৩। প্রিয় গল্প:- "শরৎচন্দ্রের " মহেষ"
৪। প্রিয় বই:- বঙ্কিম রচনাবলী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন