৩. যোগ্য
-----শ্যামাপদ মালাকার
এতখানি ভালবাসিয়া তোমায়
---------করি নাই কেন ব্যক্ত
তাই কি বলিলে অভিমানে প্রিয়-
---------আমি নই কোনো সভ্য!
করিলে প্রণয় বাসিলে কি ভাল
------মুখে কি বলিতে হয়?
একালে প্রকাশ করিতে যে বড়-
-------মরমেতে লাগে ভয়!
হৃদয়ে হৃদয় পাতিয়া শোন গো
-------আমি কি আর আছি মুক্ত
নয়নে নয়ন মিলাইয়া দেখ-
--------আমি কি তোমার যোগ্য!!?
বুঝিয়াছি আমি জানিয়াছি তুমি-
------চিনিয়াছো মোর প্রাণ
তোমা-বিনে প্রাণ ঠিকিবেনা তাই-
-------দূরে রহ অবিরাম!
তাই হবে প্রিয়- শুধু জেনে রেখো
-------করিলাম তবে পণ
শৃঙ্খর রচি তব পায়ে আমি-
-------পরাইব এজীবন!
কোনো কালে যদি কোনো ভাবে সাজি
------তোমারি জন্যে সাজিব
বার বার প্রিয়া হইয়া জগতে-
-------তোমারি চরণে মরিব!!।
**----------------**
-----শ্যামাপদ মালাকার
এতখানি ভালবাসিয়া তোমায়
---------করি নাই কেন ব্যক্ত
তাই কি বলিলে অভিমানে প্রিয়-
---------আমি নই কোনো সভ্য!
করিলে প্রণয় বাসিলে কি ভাল
------মুখে কি বলিতে হয়?
একালে প্রকাশ করিতে যে বড়-
-------মরমেতে লাগে ভয়!
হৃদয়ে হৃদয় পাতিয়া শোন গো
-------আমি কি আর আছি মুক্ত
নয়নে নয়ন মিলাইয়া দেখ-
--------আমি কি তোমার যোগ্য!!?
বুঝিয়াছি আমি জানিয়াছি তুমি-
------চিনিয়াছো মোর প্রাণ
তোমা-বিনে প্রাণ ঠিকিবেনা তাই-
-------দূরে রহ অবিরাম!
তাই হবে প্রিয়- শুধু জেনে রেখো
-------করিলাম তবে পণ
শৃঙ্খর রচি তব পায়ে আমি-
-------পরাইব এজীবন!
কোনো কালে যদি কোনো ভাবে সাজি
------তোমারি জন্যে সাজিব
বার বার প্রিয়া হইয়া জগতে-
-------তোমারি চরণে মরিব!!।
**----------------**
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন