ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮

**অবসান**
        ---অন্তরা চ্যাটার্জী

অভিনয়ে মানিয়েছো হার রূপালি পর্দার নামী-দামী অভিনেতাকে।
দেওয়ালের গিরগিটিটা লজ্জায় করেছে আত্মহত্যা
শুধু তোমার রঙ বদলের গতি দেখে।
বিশ্বাসঘাতকতার আঁচে পুড়ে
আমার ক্লান্ত দিন এখন
ধুলোমাখা অতীত হয়ে পড়ে আছে রাস্তায়।


আরে ,আমি তো সেই নগণ্যা—
যে তোমাকে মেঘ মনে করে
আঁচল পেতে বৃষ্টি কুড়োতে চেয়েছিল,
পুর্ণিমার রাত থেকে  জ্যোৎস্না চুরি করে
তোমার অমাবস্যার বারান্দায় ছড়িয়ে দিতে চেয়েছিল,
লক্ষ জোনাকিকে বন্দী করে তোমার ঘরের বর্তিকা জ্বেলেছিল।

বৃথা চেষ্টার আগুনে নিজেকে পুড়িয়ে
আমার আকাশটা এখন মুখ থুবড়ে পড়ে আছে তোমার উঠোনে।
না! ওখানে প্রেম আর থাকেনা!
কারন ভালবাসা নিয়েছে অবসান।
                  **----------------------------**

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন