*মানুষের খোঁজ*
-হরিশ বর্মন
কোথায় তুই?
আকাশে,বাতাসে ছড়িয়ে থাকা দীর্ঘশ্বাস।
যদি ভাবিস বিরহ
সে তো কবিতার পাতায় শব্দের মিশেল।
যদি খুঁজতে চাস আমায়
আমি সমুদ্রের সামনে জলের অপেক্ষায়।
সময়
পাওয়া নাপাওয়া চলন্ত জীবন
মৃত শহরের গভীর শ্বাসে জীবিত যাপন।
সবটাই ভাবনায়
মুহুর্মুহু বাড়তে থাকা অভিনয়।
তোর আমার মতো অনেকেই আছে বেঁচে
ক্লান্ত শহরে ঘুমিয়ে থাকা মানুষের বেশে।
কোথায় তুই?
এটা কোন প্রশ্ন নয় ইচ্ছে কোন ভাঙ্গা মনের
ছুটতে থাকা ব্যস্ত জীবনে
আজকাল স্বপ্ন দেখাটা ভীষণ দামী।
তবুও সময় বদলায়
আর মানুষ বারংবার মানুষ খোজেঁ।
**-------------------------**
-হরিশ বর্মন
কোথায় তুই?
আকাশে,বাতাসে ছড়িয়ে থাকা দীর্ঘশ্বাস।
যদি ভাবিস বিরহ
সে তো কবিতার পাতায় শব্দের মিশেল।
যদি খুঁজতে চাস আমায়
আমি সমুদ্রের সামনে জলের অপেক্ষায়।
সময়
পাওয়া নাপাওয়া চলন্ত জীবন
মৃত শহরের গভীর শ্বাসে জীবিত যাপন।
সবটাই ভাবনায়
মুহুর্মুহু বাড়তে থাকা অভিনয়।
তোর আমার মতো অনেকেই আছে বেঁচে
ক্লান্ত শহরে ঘুমিয়ে থাকা মানুষের বেশে।
কোথায় তুই?
এটা কোন প্রশ্ন নয় ইচ্ছে কোন ভাঙ্গা মনের
ছুটতে থাকা ব্যস্ত জীবনে
আজকাল স্বপ্ন দেখাটা ভীষণ দামী।
তবুও সময় বদলায়
আর মানুষ বারংবার মানুষ খোজেঁ।
**-------------------------**
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন