ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

৭.)

    ||ব্যক্তিগত সূত্র থেকে||
----------------------------



জড়বদ্ধ অন্ধকার ~ মুখ ঢাকলেই : ক্লোরোফিল মেঘ।২-স্তনের আষাঢ়ে
এখনো কি 'য়' নিয়ে অপেক্ষায় আছো?
               
শব্দরূপ : রাহুল



 মায়াবী অন্ধকারে আকাঙ্ক্ষার ঠোঁট
গোলাপী আঁশ ২ফোঁটা : স্বাদ মেটে / মেটে না।
উদগ্র জিভে নোনা কুয়াশার তীব্র অপেক্ষা→উপহারে দীর্ঘ জন্মান্তর

অনুরূপা



জন্মান্তরেও ব্যক্তি বড়ো ঈর্ষাপ্রিয়।তোমাকেও আনত লাগে।ভারীজল ~ জলভারী : তুলাযন্ত্রে সতীচ্ছদ।কতোটা অভিমান তোমার?

শব্দরূপ : রাহুল


দপদপে অসুখের বাতিতে একবুক সুখ মেপেনি
অভিমানের পরিধি : ছায়ার ব্যাস টানলে
ভালোবাসার বাদামী চোখের জ্বলজ্বলে প্রশ্রয়

অনুরূপা



প্রশ্রয়ে আগমনী হোক।অবারিত প্রতিস্থাপন
কোনো এক জুগনী উপত্যকায় মাটি হবো।তুমিও : ঠিকানা কি জানো?

শব্দরূপ : রাহুল


ছিঁড়ে ফেলি ঠিকানার সেমিকোলন।অন্তহীন পাগলামি
তোমার নেয়ামতেই ইস্পাত আবশ্যকতা নির্জনে
আঙুলের খরস্রোত।ক্লিভেজ কলঙ্কে থুতুর বুদবুদ

অনুরূপা



বুদবুদে যদি খরকুটো ভাসাই ~ স্ফটিক গোপন
গোপন ছু-মন্তরে তুমিও কি ভাসাবে সমুদ্দুর?

শব্দরূপ : রাহুল



জলভেজা ভয়াবহ ০পৃথিবী।সমুদ্রমন্থন
উৎকীর্ণ করি শয়তান ~ আমার দেবতা
নিয়মের কম্পাসে বেনামী ঢেউয়ের পাঁপড়ি গুনি

অনুরূপা



মুখে ছিলো তখনোও নোনতা আস্বাদ
রংবেরং বেলুন ~ উফঃ সর্বনাশের গরম
তাপমাত্রা জমিয়ে রাখি : যেটুকু জন্নত
বাইনারী আইচ্ ছিঁড়ে ~ অপার চোখ
কর্নিয়ায় কতো মাত্রায় : মেখলা সাপ আঁকতে পারো?

শব্দরূপ : রাহুল



সর্পিল গুহায় লুকাই গভীর মুদ্রা খোলস
রূপ নৈঃশব্দ্য ঘিরছে।তুমি থাকছো/ থাকছো না
চোখপাতা ভিজছে।আগুন উড়ছে
শিশিরের খামে জলস্তর জমছে

অনুরূপা



জলস্তরে উপশিরা বাড়ে।বরফের খাঁজ ~ অস্পষ্ট বরফ খোঁড়ে অযুত আকন্দ
ঝিরঝিরে চাহৎ : ব্যবিলনের বাঁশি
দেওয়াল ভেঙে দ-দুরত্ব কমাই
ঘনিষ্ঠতা তোমার : কি নাম দেবে?

শব্দরূপ : রাহুল



বিকেলের আকাশে নীলাভ চুম্বন
গ্যালারি ভেজে।নামের কিবা প্রয়োজন!
কম্পমান শ্যাওলার দরজায় প্রবাহমান প্রস্থচাপ
আষ্টেপৃষ্ঠে জড়ানো পারিজাত বাষ্পফুল
বিশুদ্ধতার ঘনিষ্ঠ ডাক।দূরত্বের বালিশ বিন্দুগামী
অসমাপ্ত শিলালিপি আঁকি আর একবার গরম উষ্ণতায়

অনুরূপা




রাহুল গাঙ্গুলী
২৮ শরতপল্লী,বাসদ্রোণী
কলকাতা-৭০

অনুরূপা পালচৌধুরী
রানাঘাট,নদীয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন