ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

বেচারা ফেস্টুন
বিকাশ দাস (বিল্টু )
(01-04-19)

ফেস্টুন  আজ গুলি খায়, ফেস্টুন পাথর খায়

গলির মোড়ে, লটারি কাউন্টারে পাশে বড়ো বড়ো লেখা ফেস্টুনের গায়ে ভোট দিন, ভোট দিন....
চোখ তো পড়বেই, পড়বেই বা না  কেন? চোখ তো আছে চোখের উপরে চোখ

ফেস্টুন বৃষ্টিতে ভিজে, লেখা আবছায়া হয়ে প্রতীক বিবর্ন  হয়, মাটিতে মিশে অজৈব উপাদানের তকমা জোটে

বসির বিছানায় হিসু করে, ছোট ছেলে ।বৃষ্টি খুব। তোষক স্যাঁতস্যাতে --
বসিররের উলঙ্গ শরীর ফেস্টুনের  উপরে

মাথা গোঁজার স্থান যাও ছিল তাও নিলো কেড়ে কালবৈশাখীর  ঝরে
নেতাদের প্রতিশ্রুতিতে জল তো বিশুর ঘরে পড়ে না ? বিশু মিছিলে যায়, লাইনে দাঁড়ায়...
নেতা মন্ত্রী হয়ে বস্ত্রদান  শিবিরের  ভাষণ দেয়, ট্রিপলটা  খুব ফুটো আর চলেনা....

বসির হাঁটতে পারে, কথা বলে

বসির ভাষণ শোনে, ফেস্টুন দেখে, নেতার ছবিটা অনেক বড়ো
ওটা যদি ঘরের ছাদ হতো !

ফেস্টুনের কি রমরমা, লোহার বেড়িতে আবৃত
তবুও ফেস্টুন পাথর খায়,আঠাতে  লেপ্টে থেকে চোখ রাঙানি দেখে

   

২টি মন্তব্য: