রাজার বেশে
মৌমন মিত্র
তোর গন্ধমাখা সোহাগ আমার
সেদিনের পড়ন্ত বেলার একটা টিশার্ট জুড়ে
তুই বলেছিলি
ফিরব আবার ,এই গন্ধ মোছার
ঠিক আগের দিন টায় ।
সেদিন আসিস ,আমার রাজার বেশে !
দীর্ঘ শাল্মলীর দুঃখ মেপে
পরনে ধূতি , হাতে রিস্ট ওয়াচ , আর পায়ে থাকবে
আমার দেওয়া সেই পুরোনো কোলাপুরি ।
উদ্ভ্রান্তের মতো আসবি রাজ্য জয় করতে
আমার দুয়ারে ।
হাতে অবনী ঠাকুর ,আর এক গুচ্ছ বেলি নিয়ে ।
ক্লান্ত আমি !
দেখবি আমায়
অনিবার্য বেদনা জানি , অনিবার্য জানি অনেক না পাওয়া।
আশ্রয়ের যে তোর খোঁজ,
জানি দেখা দেয় তোর অতলে ডুবে যাওয়া চোখ ।
তাই নিয়ে পুরোনো গন্ধ তোর, পা টিপে টিপে
আসে আমার গোটা রাজপথ জুড়ে ।
বলতে আসবি আবার
ফিরবো আবার ওই গন্ধ মোছার
ঠিক আগের দিনটায় ।
সোধ দেব সেদিন আমার প্রতিটা চুম্বন
আবার আসবি কবে ?
আমার ধূসর মলিনতায়
আমার রাজার বেশে ।
মৌমন মিত্র
তোর গন্ধমাখা সোহাগ আমার
সেদিনের পড়ন্ত বেলার একটা টিশার্ট জুড়ে
তুই বলেছিলি
ফিরব আবার ,এই গন্ধ মোছার
ঠিক আগের দিন টায় ।
সেদিন আসিস ,আমার রাজার বেশে !
দীর্ঘ শাল্মলীর দুঃখ মেপে
পরনে ধূতি , হাতে রিস্ট ওয়াচ , আর পায়ে থাকবে
আমার দেওয়া সেই পুরোনো কোলাপুরি ।
উদ্ভ্রান্তের মতো আসবি রাজ্য জয় করতে
আমার দুয়ারে ।
হাতে অবনী ঠাকুর ,আর এক গুচ্ছ বেলি নিয়ে ।
ক্লান্ত আমি !
দেখবি আমায়
অনিবার্য বেদনা জানি , অনিবার্য জানি অনেক না পাওয়া।
আশ্রয়ের যে তোর খোঁজ,
জানি দেখা দেয় তোর অতলে ডুবে যাওয়া চোখ ।
তাই নিয়ে পুরোনো গন্ধ তোর, পা টিপে টিপে
আসে আমার গোটা রাজপথ জুড়ে ।
বলতে আসবি আবার
ফিরবো আবার ওই গন্ধ মোছার
ঠিক আগের দিনটায় ।
সোধ দেব সেদিন আমার প্রতিটা চুম্বন
আবার আসবি কবে ?
আমার ধূসর মলিনতায়
আমার রাজার বেশে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন