ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯

'বিন্দু মাত্র'

~বিদিশা নাথ

জানি, জানি তোমায় বিন্দু মাত্র ভালোবাসিনি।
তোমায় ভোরের বেলা চুমু খেয়ে বলিনি তুমি মালশ্ৰী রাগ  আর নিপাত যাক, শহর,মিছিল,দরজা কপাট বন্ধ হোক ওই সব উঁচুতলার, যাদের সামনে ফুটপাত আলো করে শিশু ঘুমায় চাকরি না পাওয়া মায়ের কোলে ,
আমি তখন তোমার চোখে একটা নন্দন আঁকবো, একটা লাল দীঘির জল আর একটু সাহসী হলে দিঘার সস্তা ঘর।
আমার দায়,আমার পকেট খরচ,আমার ধোঁয়ার কুন্ডলী সব-ই তোমার ঘাড়ে চাপিয়ে ফুরফুরে একটা বিকেল আমার প্রাপ্য ,ভাবিনি।
জানি জানি তোমায় আমি বিন্দু মাত্র ভালোবাসিনি।
আমি শেষের কবিতার 'অমিট রে' হতে পারিনি ,
পাহাড়ের কোল জুড়ে কুয়াশার গন্ধকোলন এনে দিতে পারিনি তোমার কোলে,
আমি বহু আগের অন্য আঙুলের আংটি টা তোমায় পড়াতে পারিনি।।হয়ত কেভেন্টার্স এ বসে তোমার আঙ্গুল জড়িয়ে বলতে চাইনি বিয়ে! ও করা বারণ। নেই তেমন কোনো কারণ!!
"আমায় আলগা থাকাই মানায়" বলে চরম চার্মিং হতে পারিনি।
জানি জানি এত  দিনেও তোমায় কিচ্ছুটি বোঝাতে পারিনি, বিন্দু মাত্র পারিনি।
তুমি জড়োয়া গয়না চেনো? কিংবা দশ হাজারী পৈঠানি শাড়ি? আমি কাজল আঁকব বলে যে চন্দন বনে তুমি মুক্ত হলে প্রথমবার তার কিছু পুড়ে যাওয়া কাঠকয়লা নিয়ে গেলাম আর
তুমি!
সেই অমোঘ হাসি হেসে বললে,''বোকা টিই রয়ে গেলে",
জানি জানি তোমার অস্টমঙ্গলা,তোমার সাধ; সবেতেই তোমার কালশিটে দাগ দেখেও না-দেখা করতে পারিনি তাই আজও হয়ত বিন্দু মাত্র তোমায় ভালোবাসতে পারিনি।

৫টি মন্তব্য: