ভিড় থেকে সরে আসি। সমুদ্র জানে না কারও নাম। অনেক লেখার শেষে সাদা পাতা এখনও আরাম...শ্রীজাত

বুধবার, ৩ এপ্রিল, ২০১৯


সবুজ রঙের মেয়ে
অরূপ ।

ছুটির দিনে উদাস মনে কেমন থাকে সে ?
মেঘের পড়ায় ভর দুপুরে গল্প বলে কে?
মন খারাপের রাস্তা ধরে সে কবেই গেছে হেটে,
খূঁজছ নাকি তাকে আবার পুরনো রাস্তা ধরে ?
দামাল সে শান্ত তবু হাওয়ার দিকে ছোটে ,
আছে তার এক আকাশ  প্রতিশ্রুতি;
সে শুকতারা নাকি কালপুরুষ  কেউ কি তা জানে?

৩টি মন্তব্য: