নিজের লেখা কবিতা, নিবন্ধ, গল্প পাঠান হোয়াটসঅ্যাপ করে 7384324180 এই নম্বরে

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

এখনো হয় নি
-------------------
কলমে # সোনালী নাগ
--------------------------------
রোজ অবসরে মৃত্যু আসে আর
জীবন মুচকি হাসে
রোজ অসন্মান রোজ রোজ ভয়
আধমরা জীবন তবুও বাছতে হয়

ওরা ভিড় করে আমাকে ঘিরে
যদি পেয়ে যায় সম্মান ফিরে
আমি যে বন্ধ দেওয়ালে আটকে
লেগে থাকা বলে শিখেছে হারতে

মেনে নিতে নিতে অধনত আজ
মৃত্যু বলেছে চলে আয় ছুটে
চুক্তির পথে তবু গেছি হেঁটে
বলছি দাঁড়াও এখনও হয় নি কাজ

এখনও হয় নি অনেক কিছুই
এখনও ছোঁয়নি গল্পের ঢেউ
এখনও মরিয়া বেঁচে থাকা আপোষেই
এখনও মৃতদেহ বলে ঘোষণা কই!!

1 টি মন্তব্য: