র বী ন ব সু
———————
সোঁদাগন্ধ ও সযত্ন বাঙ্ময়
এই যে প্রাচীন জনপদ পুরনো সোঁদাগন্ধ
অলৌকিক হাওয়ারা সব কেমন এলোমেলো
হাড়হিম করা রহস্যগল্পের নেপথ্যে অনিবার্য টান
তাকে তুমি সঙ্গোপনে পাশে রাখো
হেঁটে যাও দূরে বিলম্বিত আলাপের প্রান্ত ছুঁয়ে
যে মানবী-স্মৃতি তাকে শিলালিপি ভেবে বোসো না
অক্ষরে অক্ষরে আজ মায়ার শরীর
খননে উৎকর্ষ ওঠে, উঠে আসে সযত্ন বাঙ্ময়
পবিত্র পাপের মত তাকে যদি ক্ষমা করা যায়
উঠোনজোড়া স্মৃতি অবাক বিস্ময় নিয়ে বসন্তকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন