#ভোজ
#মুনমুন মুখার্জ্জী
মরার কথা শুনলেই যেন সবার মনে জাগে খাবার লোভ,
যে মানুষ টা চির বিদায় নিল তার জন্য থাকে না ক্ষোভ।
খাওয়াতে পারে সেটা বুঝলেই, ফল জলটা করতে আসে ঘরে,
খোঁজ খবর নিতেও যায় না কেউ, যদি বোঝে খাওয়াবে নারে।
ভোজ হোক না শ্রাদ্ধ বা বিয়ে বাড়ি, সবটাই তো আনন্দের!
দুঃখ, কষ্টের অবকাশ নেই, উপভোগ করা শুধুই সুখের।
#মুনমুন মুখার্জ্জী
মরার কথা শুনলেই যেন সবার মনে জাগে খাবার লোভ,
যে মানুষ টা চির বিদায় নিল তার জন্য থাকে না ক্ষোভ।
খাওয়াতে পারে সেটা বুঝলেই, ফল জলটা করতে আসে ঘরে,
খোঁজ খবর নিতেও যায় না কেউ, যদি বোঝে খাওয়াবে নারে।
ভোজ হোক না শ্রাদ্ধ বা বিয়ে বাড়ি, সবটাই তো আনন্দের!
দুঃখ, কষ্টের অবকাশ নেই, উপভোগ করা শুধুই সুখের।
সুন্দর লেখাটি
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনএকটি মানুষের মৃত্যু কত মানুষের আসল চেহারা বার করে আনে
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনঅদ্ভুত নিয়ম সব... নির্মম সত্য ☺️ ভালো লাগলো..
উত্তরমুছুনধন্যবাদ ,শুভ নববর্ষ
মুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনবাহ,সুন্দর
উত্তরমুছুন