আমি নারী
---------------
কলমে # সোনালী নাগ
সেদিন যখন এক মনে আকাশ দেখছিলাম,
তুমি কোথা থেকে মেঘের মাঝে হঠাৎ এলে,
ভেঙে পড়লে ঘন দুর্যোগে দিশেহারা হয়ে,
আমার বুকে,
আমি দুর্বল, আমি শান্ত ওদের গল্পে,
আমাকে আমার মতো করে দেখে নি কেউ,
তাই আমি আমার যতো অস্থিরতা বুকের ভিতরে আটকে রেখেছি যুগান্ত ধরে,
একটু মাথা তুলেছি ওরা ভয়ে অস্থির, মাপতে চেয়েছে এককে,
নিজের উষ্ণ প্রবাহ তাই নিজেই জমিয়ে রেখেছি বুকের ভিতর,
এও কি গরলের চেয়ে কম?
তবুও তোমাদের গল্পে নীলকন্ঠ পুরুষের সমার্থক,
আকাশের বুক চিরে যখন যখন তুমি অশান্ত,
তখন এই আমিই বুক পেতে তোমাকে দিয়েছি আশ্রয়,
পুরুষকার যদি প্রলয় হয় তোমাকে ওরা অলংকার করেছে আর নাম দিয়েছে বজ্র,
কে আমি?
ধরো না হয় আমি এক অনামি এক নারী,
যদি ডাকতে চাও নিজের মতো একটা নাম দিও,
মেদিনী কিংবা প্রকৃতি ❣️
নারী ই হতে পারে সৃষ্টির আধার আবার ধংসের সূচনা। বাহ দারুন
উত্তরমুছুনবেশ
উত্তরমুছুনখুব সুন্দর
উত্তরমুছুনভালো লাগলো 'নারীকথা'…
উত্তরমুছুনDarun
উত্তরমুছুন