বিকেল গুলো আর আসে না
---------------------------------------
কলমে # সোনালী নাগ
-----------------------------------------
অনেক গুলো স্কুল ফেরত সূর্যডোবা বিকেল তোমার কাছে বাঁধা।
খুব সিরিয়াস মেয়েটাও সে বসন্তে "রাধা"।
অনেক গুলো পড়ার শেষে খালি রাস্তার খোঁজে -
একটু ছোঁয়ায় শিহরণ হঠাৎ আঙুলের ভাঁজে!
অনেক গুলো নিয়ম ভেঙে শাসন রীতিমতো
ঝগড়া গুলো অকারণে যখন তখন আসতো অবিরত।
অনেক গুলো সন্ধ্যা এলো খুব ভয়ানক একা
বুকের মাঝে নরম আদর, আহ্লাদী সুর - -
'ভীতু মেয়ে, তুই একটা বোকা'
অনেক গুলো জেগে থাকা রাত, চাঁদের অহংকার
তোমার অট্টালিকা মজা করে, আমার তখন কুঁড়েঘর!
স্কুলের শেষে হাত ছেড়ে যায়, এবারেও" নরেশ সেন"
শরৎবাবু ও নেই এখন, মালতি তাই একাই লড়ে, সাথী কে আর হবেন?
অনেক গুলো রূপকথা শেষে এবার আষাঢ় এলো
বিয়ের টোপর জোড়ে দেখি মানিয়েছে বেশ ভালো।
তোমার ডাইরি লেখা, চিরকুট প্রেম আর খুচরো যতো আবেগ,
বলেছ নতুন মানুষটাকে?
যে তোমাকে বুকের মাঝে এখন আগলে রাখে।
চিঠিতে এবার পাঠিয়ে দেবো ঠিক করা সেই নাম -
ছেলে হলে প্লাবন দিও, মেয়ে হলে বন্যা,
কি গো এই টুকু তো দিতেই পারো ভালোবাসার দাম।
তোমার না হয় সত্যি হলো স্বপ্ন দেখা ভোর,
আমারটা থাক দিবাস্বপ্ন, আর থাকুক আবেগ নামের একটা মারণরোগ,
স্কুল ফেরত বিকেল গুলো এখন উধাও শহরে,
ট্রামের সারি আর আসে না আঁচল উড়িয়ে।
অনেক গুলো স্বপ্ন ভেঙে এবার একলা হওয়ার পালা,
তোমার জন্যে সোহাগ রেখে, আমি নিলাম অবহেলা।
---------------------------------------
কলমে # সোনালী নাগ
-----------------------------------------
অনেক গুলো স্কুল ফেরত সূর্যডোবা বিকেল তোমার কাছে বাঁধা।
খুব সিরিয়াস মেয়েটাও সে বসন্তে "রাধা"।
অনেক গুলো পড়ার শেষে খালি রাস্তার খোঁজে -
একটু ছোঁয়ায় শিহরণ হঠাৎ আঙুলের ভাঁজে!
অনেক গুলো নিয়ম ভেঙে শাসন রীতিমতো
ঝগড়া গুলো অকারণে যখন তখন আসতো অবিরত।
অনেক গুলো সন্ধ্যা এলো খুব ভয়ানক একা
বুকের মাঝে নরম আদর, আহ্লাদী সুর - -
'ভীতু মেয়ে, তুই একটা বোকা'
অনেক গুলো জেগে থাকা রাত, চাঁদের অহংকার
তোমার অট্টালিকা মজা করে, আমার তখন কুঁড়েঘর!
স্কুলের শেষে হাত ছেড়ে যায়, এবারেও" নরেশ সেন"
শরৎবাবু ও নেই এখন, মালতি তাই একাই লড়ে, সাথী কে আর হবেন?
অনেক গুলো রূপকথা শেষে এবার আষাঢ় এলো
বিয়ের টোপর জোড়ে দেখি মানিয়েছে বেশ ভালো।
তোমার ডাইরি লেখা, চিরকুট প্রেম আর খুচরো যতো আবেগ,
বলেছ নতুন মানুষটাকে?
যে তোমাকে বুকের মাঝে এখন আগলে রাখে।
চিঠিতে এবার পাঠিয়ে দেবো ঠিক করা সেই নাম -
ছেলে হলে প্লাবন দিও, মেয়ে হলে বন্যা,
কি গো এই টুকু তো দিতেই পারো ভালোবাসার দাম।
তোমার না হয় সত্যি হলো স্বপ্ন দেখা ভোর,
আমারটা থাক দিবাস্বপ্ন, আর থাকুক আবেগ নামের একটা মারণরোগ,
স্কুল ফেরত বিকেল গুলো এখন উধাও শহরে,
ট্রামের সারি আর আসে না আঁচল উড়িয়ে।
অনেক গুলো স্বপ্ন ভেঙে এবার একলা হওয়ার পালা,
তোমার জন্যে সোহাগ রেখে, আমি নিলাম অবহেলা।
চমৎকার লেখা
উত্তরমুছুনছোট্টবেলার প্রেম অনেকটা স্মৃতিচারণ
উত্তরমুছুন