কাল রাত্রে
দ্বৈপায়ন চ্যাটার্জী
হঠাৎ সব এক হয়ে গেছে,
তোমার ধর্ম আমার ধর্ম মিলেমিশে একক রূপ নিয়েছে।
ছাদরূপ এক আকাশের তলে মানুষ গুলোর আর কোনো ভিন্নতা নেই।
রাজনীতি নেই,লিঙ্গবৈষম্য নেই,হিংস্রতা নেই।
আছে মানবিকতা,উদার পন্থী।
সকলেই প্রেম ধর্মে দীক্ষিত হয়েছে।
ভালোবাসার লড়াই চলছে শুধু দিক বিদিকে,
কে কত বেশি ভালোবাসতে পারে এই নিয়ে!
ঈশ্বরের প্রয়োজন নেই,
মানুষ একাই বুঝে গেছে কোন টা পাপ।
শাস্তির ভয় নয়,বিবেকের দংশন কাজ করে এখন।
আজ আর উলঙ্গ ছেলে টাকে প্রকৃতি কে ভরসা করে কাঁদতে হয় না একা রাস্তায়,
কেউ একজন ওকে ঘর দিয়েছে,
দিয়েছে অনেক টা আদর আর একমুঠো খাবার।
বলতে হয় না কাউকে ওই মাইক্রোফোন এ মিথ্যে ভাষণ,
তারা ভুল বুঝে গেছে,
কেউ মাঠে চাষ করে,কেউ বা পড়া শোনায় মত্ত,
রাজপ্রাসাদ থেকে বেড়িয়ে কেউ বা মাটির ঘরে মন ঢেলেছে যুদ্ধে হেরে গিয়ে,
হ্যাঁ যুদ্ধটা ভালোবাসার।
এভাবেই রাত কাটলো একটা স্বপ্নে বিভোর হয়ে কাল রাত্রে।
দ্বৈপায়ন চ্যাটার্জী
হঠাৎ সব এক হয়ে গেছে,
তোমার ধর্ম আমার ধর্ম মিলেমিশে একক রূপ নিয়েছে।
ছাদরূপ এক আকাশের তলে মানুষ গুলোর আর কোনো ভিন্নতা নেই।
রাজনীতি নেই,লিঙ্গবৈষম্য নেই,হিংস্রতা নেই।
আছে মানবিকতা,উদার পন্থী।
সকলেই প্রেম ধর্মে দীক্ষিত হয়েছে।
ভালোবাসার লড়াই চলছে শুধু দিক বিদিকে,
কে কত বেশি ভালোবাসতে পারে এই নিয়ে!
ঈশ্বরের প্রয়োজন নেই,
মানুষ একাই বুঝে গেছে কোন টা পাপ।
শাস্তির ভয় নয়,বিবেকের দংশন কাজ করে এখন।
আজ আর উলঙ্গ ছেলে টাকে প্রকৃতি কে ভরসা করে কাঁদতে হয় না একা রাস্তায়,
কেউ একজন ওকে ঘর দিয়েছে,
দিয়েছে অনেক টা আদর আর একমুঠো খাবার।
বলতে হয় না কাউকে ওই মাইক্রোফোন এ মিথ্যে ভাষণ,
তারা ভুল বুঝে গেছে,
কেউ মাঠে চাষ করে,কেউ বা পড়া শোনায় মত্ত,
রাজপ্রাসাদ থেকে বেড়িয়ে কেউ বা মাটির ঘরে মন ঢেলেছে যুদ্ধে হেরে গিয়ে,
হ্যাঁ যুদ্ধটা ভালোবাসার।
এভাবেই রাত কাটলো একটা স্বপ্নে বিভোর হয়ে কাল রাত্রে।
খুব সুন্দর কবিতা। আরো এরকম লেখা পড়তে চাই প্রিয় কবি...
উত্তরমুছুনবাহ বাহ, চমৎকার
উত্তরমুছুনএভাবেই ভালোবাসা মুছে দিক সব ভেদাভেদ।
উত্তরমুছুন